রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। সূত্রের খবর, এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানিকে কেন্দ্র করে যে বিক্ষিপ্ত অশান্তি ও গন্ডগোলের ঘটনা ঘটেছে, তার বিস্তারিত রিপোর্ট এদিন দিল্লিতে জমা দিয়েছেন তিনি।

সিইও-র রিপোর্টের ভিত্তিতে এদিন দিল্লিতে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে কেবল ভোটার তালিকা সংশোধনই নয়, বরং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগাম প্রস্তুতি, বুথের পরিকাঠামো এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও রূপরেখা তৈরি হয়েছে। নবান্ন ও কমিশন সূত্রে খবর, এই প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে মঙ্গলবার থেকেই রাজ্যে বড়সড় নজরদারি অভিযান শুরু হচ্ছে।

মঙ্গলবার থেকেই রাজ্যের ময়দানে নামছেন ৪ জন সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজার্ভার। তাঁদের নজরদারিতে কাজ করবেন আরও ৪০ জন মাইক্রো অবজার্ভার। প্রতিটি বুথ ও প্রশাসনিক স্তরে যে শুনানি হচ্ছে, সেখানে নথিপত্র যাচাইয়ের কাজ কতটা নির্ভুলভাবে হচ্ছে, তা সরাসরি খুঁটিয়ে দেখবেন এই বিশেষ প্রতিনিধিরা। গোটা নজরদারি পর্বটি ব্যক্তিগতভাবে তদারকি করবেন সিইও মনোজ আগরওয়াল নিজেই। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিএলও (BLO), এইআরও (AERO) বা ইআরও (ERO) স্তরে যদি কোনো আধিকারিকের কাজে গাফিলতি বা অসততা ধরা পড়ে, তবে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

_

_
_

_
_

_
_



