বাংলা ছেড়ে বেনারসে গিয়ে বিয়ে সারলেন হিরো হিরণ। তবে এটা প্রথম নয় বরং দ্বিতীয় বিয়ে। ইতিমধ্যেই হলুদ পাঞ্জাবী পরে বিজেপি নেতার বিয়ের ছবি ভাইরাল স্যোশাল মিডিয়ায়। পাত্রীর নাম ঋতিকা গিরি (ritika giri)। বিশ্ববাংলা সংবাদের তরফে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি ফোনে অধরা। এই ছবি ভাইরাল হতেই অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের (Anindita Chattopadhyay) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন আদৌ কি ডিভোর্স হয়েছে অভিনেতার নাকি প্রথম বউ থাকতেই দ্বিতীয় বিয়ে তা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।



শোনা যাচ্ছে ঋতিকার সঙ্গে অনেকদিন ধরিয়ে সম্পর্কে ছিলেন বিজেপি নেতা। কিছুদিন আগেই দুজনকে এক মন্দিরে দেখা গেছিল। কিন্তু এভাবে হুট করে বিয়ে করে ফেলবেন একথা কেউ আন্দাজ করেননি। অনেকে আবার ছবিগুলোকে এআই কারসাজি বলেও মনে করছেন। একসময় টলিউডে ‘চকোলেট বয়’ ইমেজ নিয়ে পরিচিত হওয়া হিরণ প্রায় ২২ বছর অনিন্দিতার সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করার পর সত্যি আলাদা হয়ে গেলেন? নাকি বউ থাকতেই দ্বিতীয় বিয়ে! ২০২২ সালের মাঝামাঝি সময়ে হিরণ ও অনিন্দিতার বিচ্ছেদের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তবে সূত্রের খবর, সবটাই রটনা , হিরণের বিচ্ছেদ নাকি এখনও হয়নি। যেহেতু অভিনেতা ফোন ধরছেন না ফলে সবটা নিয়ে জল্পনা যখন বাড়ছে তখন হিরণের দ্বিতীয় বিয়ের খবরটা পান এবং রীতিমতো আঁতকে ওঠেন। অনিন্দিতার কথায়, বিচ্ছেদ হয়নি তো আমাদের। হিন্দুদের তো এরকমটা হয় না। আমরা তো মুসলিম নই! বিজেপি নেতা অবশ্য একুশ বছরের প্রেমিকার সঙ্গে বিয়ের ছবি নিজেই পোস্ট করেছেন।ঘটনার পর থেকে বিজেপি নেতার চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

–

–

–

–

–

–

–

–
–


