Tuesday, January 20, 2026

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

Date:

Share post:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি (এডিসি) জানিয়েছে, ১২তম, ১৩তম এবং ১৪তম ধাপে মোট ২৯ কোটি ২৮ লক্ষ ৪৪ হাজার ৮৯৭ টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। গত ১৬ জানুয়ারি থেকে আমানতকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বর্তমানে তা পুরোদমে চলছে।

এডিসি সূত্রে খবর, এই তিন দফায় মোট ৭৩ হাজার ৬২৬টি দাবি খতিয়ে দেখা হয়েছিল। তার মধ্যে ৪২ হাজার ১৬৪টি দাবি সঠিক বলে প্রমাণিত হয়েছে এবং তাঁদেরই টাকা ফেরত দেওয়া হচ্ছে। বাকি ৩১ হাজার ৪৬২টি দাবি অসম্পূর্ণ বা নথিপত্রে ভুল থাকার কারণে এই পর্যায়ে বিবেচনা করা সম্ভব হয়নি। তবে যাঁদের নথিতে ভুল রয়েছে, তাঁদের হতাশ হওয়ার কারণ নেই। সংশ্লিষ্ট আমানতকারীদের মোবাইলে এসএমএস মারফত একটি লিঙ্ক পাঠানো হয়েছে, যার মাধ্যমে তাঁরা নথিপত্র সংশোধন করে পুনরায় আপলোড করতে পারবেন। সংশোধিত এই আবেদনগুলি পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

এই দফায় আমানতকারীরা তাঁদের দাবির বিপরীতে সর্বোচ্চ ১০ হাজার ২০০ টাকা পর্যন্ত হাতে পাচ্ছেন। মূলত নির্ধারিত সময়সীমার মধ্যে যাঁরা আবেদন করেছিলেন এবং যাঁদের নথিপত্র যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, তাঁদেরই তালিকায় রাখা হয়েছে। আমানতকারীদের সতর্ক করে এডিসি স্পষ্ট জানিয়েছে, আদালতের নির্দেশে রোজ ভ্যালির সম্পত্তি বিক্রির একমাত্র বৈধ উপায় হলো সেবির মাধ্যমে ই-অকশন বা ইলেকট্রনিক নিলাম। এর বাইরে অন্য কোনও ব্যক্তি বা সংস্থাকে সম্পত্তি বিক্রির অধিকার দেওয়া হয়নি। এই বিষয়ে বাজারে কোনও বিভ্রান্তিকর প্রচার বা গুজবে কান না দেওয়ার জন্য আমানতকারীদের অনুরোধ করেছেন কমিটির চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি ডি কে শেঠ। তিনি আরও জানান, সঠিক তথ্য ও নথিপত্র জমা দিলে যোগ্য বিনিয়োগকারীদের দ্রুত টাকা ফেরাতে সুবিধা হবে।

আরও পড়ুন- শীতের শহরে রহস্যের হাতছানি! ‘সোনার কেল্লা’ দিয়েই নন্দনে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...

শীতের শহরে রহস্যের হাতছানি! ‘সোনার কেল্লা’ দিয়েই নন্দনে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

উত্তুরে হাওয়ার আমেজ আর টানটান উত্তেজনার রহস্য রোমাঞ্চ— এই দুইয়ের মেলবন্ধনে এবার জমজমাট হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শিশু...