Wednesday, January 21, 2026

T20 WC: আইসিসির সভায় ধাক্কা বাংলাদেশের, চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন জয় শাহরা

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে(T20 World Cup) বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি প্রত্যাখান করে দিল আইসিসি। বাংলাদেশকে(Bangladesh Cricket Board) ২৪ ঘন্টার চরম সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি(ICC)। এর মধ্যে বিসিবি তাদের সিদ্ধান্ত না জানালে বাংলাদেশকে ছাড়াই হবে বিশ্বকাপ। বিকল্প দল হিসাবে খেলতে পারে স্কটল্যান্ড।

বুধবারই বাংলাদেশকে (Bangladesh Cricket Board) ডেডলাইন দেওয়া হয়েছিল বিশ্বকাপে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। এখনও বিসিবি সিদ্ধান্ত জানায়নি। বুধবার সন্ধ্যায় ভারচুয়াল বৈঠকে বসে আইসিসি। সেখানে স্থায়ী সদস্যভুক্ত দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারত থেকে প্রতিনিধিত্ব করেন সচিব দেবজিত সাইকিয়া। সূত্রের খবর, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্তে ভোট দিয়েছেন অধিকাংশ সদস্য।

আইসিসির প্রথম থেকেই জানিয়ে দেয়, শেষ মুহুর্তে এসে ভেন্যু বদল করলে অনেক জটিলতা হবে তার উপর ভারতের সম্মানহানি হবে। আইসিসির বক্তব্য পেশ করার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। শেষপর্যন্ত বাংলাদেশের দাবি নিয়ে আইসিসির বোর্ডের সভায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। তাতে অধিকাংশই বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। ফলে বিসিবির ম্যাচের কেন্দ্র বদলের দাবি খারিজ হয়ে যায়।

বৃহস্পতিবারের মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশের গ্রুপ পর্বে তিন ম্যাচ কলকাতায় আছে, একটি ম্যাচ মুম্বইয়ে আছে। বাংলাদেশ না বললে স্কটল্যান্ড বিকল্প দেশ আছে। ফলে হয় বাংলাদেশকে বিশ্বকাপের মায়া ত্যাগ করতে হবে না হলে মাথা নোয়াতে হবে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে বাংলাদেশ খেলতে এলে নিরাপত্তাজনিত কোনও সমস্যা হবে না।

এদিকে চাপের কৌশল নিয়েছে পাকিস্তানও। তারা বাংলাদেশকে সমর্থন জানিয়েছিল গোটা বিষয়টিতে। ঘোলা জলে মাছ ধরতে নামে পাকিস্তান । প্রাথমিকভাবে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি বাংলাদেশের সমস্যার মিমাংসা না হয় তবে পাকিস্তানও তাদের অংশগ্রহণের ব্যাপারটা পুনর্বিবেচনা করতে পারে।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যে অবস্থান, তাকে তারা সমর্থন করছে। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি তাদের সিদ্ধান্তের কথা আইসিসির অন্য সদস্যদেরও পাঠিয়েছে।

 

spot_img

Related articles

একাদশ-দ্বাদশ নিয়োগের ১৮,৯০০ জনের তালিকা: পূর্ণাঙ্গ তালিকাসহ তিন তালিকা এসএসসির

নির্ধারিত সময় মেনে এসএসসি-র একাদশ-দ্বাদশের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জায়গা পেয়েছে ১৮,৯০০ জন। এর মধ্যে...

শাহেনশার টয়লেটে ‘সোনার কমোড’?

বলিউডের শাহেনশা বলে কথা! রাজকীয় জীবনযাপন করবেন অমিতাভ বচ্চন সেটা আর নতুন কথা কী। তাঁর ‘জলসা’র অন্দরমহল কেমন...

জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য 

রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে...

কমিশনের প্রতিশোধ! চার সরকারি আধিকারিককে নিয়ে পদক্ষেপের আপডেট দাবি

সুপ্রিম কোর্টে চরম হেনস্থার মুখে নির্বাচন কমিশন। সৌজন্যে বাংলা। কতখানি ভুল পথে ও অপরিকল্পিতভাবে বাংলায় এসআইআর প্রক্রিয়া চালালো...