দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্বোধনী মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বরেণ্য সাহিত্যিক ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে এখন সল্টলেকের মেলা প্রাঙ্গণ বইপ্রেমীদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অক্ষরের এই মহোৎসব।
গত কয়েক বছরের ধারা বজায় রেখে এ বারের বইমেলাতেও লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একগুচ্ছ বই প্রকাশিত হতে চলেছে। প্রতি বছরই পাঠকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রকাশনা জগতের মতে, মেলা শেষে মুখ্যমন্ত্রীর বইগুলি যে ফের ‘বেস্ট সেলার’ বা সর্বাধিক বিক্রিত তালিকার শীর্ষে জায়গা করে নেবে, তা নিয়ে কোনও সংশয় নেই।
উল্লেখ্য, গত বছর বইমেলায় ‘জাগোবাংলা’র স্টলে ‘এক ব্যাগ মমতা’ সঙ্কলনটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আক্ষরিক অর্থেই তা বিক্রি হয়েছিল ‘হট কেকের’ মতো। এ বছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখনী ঘিরে সাধারণ পাঠক এবং উৎসাহীদের মধ্যে উদ্দীপনা চোখে পড়ার মতো। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রীর এই সাহিত্যচর্চা বইমেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে, শীতের দুপুরে বইয়ের গন্ধে মাতোয়ারা হতে তৈরি শহর কলকাতা।
আরও পড়ুন- ব্যাট হাতে অভিষেক ঝড়, কাপ মহড়ার প্রথম ম্যাচেই সহজ জয়
_
_
_

_
_

_
_



