নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের পথে দীর্ঘদিনের কাঁটা অবশেষে দূর হতে চলেছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটা সংলগ্ন অংশে থমকে থাকা প্রায় ৬০০ মিটার লাইনের জোড়ার কাজ শুরু করল রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। এই নির্মাণকাজের জন্য ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থায় বড়সড় রদবদল ঘটিয়েছে কলকাতা পুলিশ।

প্রায় এক বছর ধরে এই এলাকায় মেট্রোর কাজ থমকে ছিল। রাজ্য প্রশাসন ও মেট্রো রেলের মধ্যে একাধিক দফার আলোচনার পর জট না কাটায় বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছিল আদালত পর্যন্ত। গত শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছিলেন, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রশাসনিক জটিলতা কাটিয়ে কাজ শুরু করতে হবে। আদালতের সেই কড়া নির্দেশের পরই নড়েচড়ে বসে লালবাজার ও নগরোন্নয়ন দফতর।

মেট্রোর কাজের জন্য চিংড়িহাটার মতো ব্যস্ত মোড়ে যাতে যানজট না হয়, তার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে উল্টোডাঙা ট্রাফিক গার্ড। পুলিশ জানিয়েছে, সায়েন্স সিটির দিক থেকে যে সব গাড়ি উল্টোডাঙার দিকে যাবে, সেগুলিকে ক্যাপ্টেন ভেড়ির কাছ থেকে একটি নতুন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৪৫০ মিটার লম্বা এই নতুন রাস্তাটি তৈরি করা হয়েছে মেট্রোর কাজের জায়গাকে আড়াল করে। চিংড়িহাটা উড়ালপুলে ওঠার আগেই রাস্তাটিকে দু’ভাগে ভাগ করা হয়েছে। বাস এবং বড় মালবাহী গাড়িগুলি ক্যাপ্টেন ভেড়ির সামনের নতুন রাস্তা দিয়ে গিয়ে চিংড়িহাটার দিকে বেরোবে। তবে বাইক, ট্যাক্সি বা ছোট গাড়িগুলি আগের মতোই বাইপাস ধরে যাতায়াত করতে পারবে।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখেই এই কাজ করা হচ্ছে। তবে উল্টোডাঙামুখী গাড়ির সমস্যা সমাধান হলেও, সায়েন্স সিটি বা গড়িয়াগামী লেনের গাড়িগুলি নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে পুলিশ। রাতে রাস্তা ব্লক করে কাজ চললেও দিনে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। উল্টোডাঙা ট্রাফিক গার্ডের দাবি, নতুন পরিকল্পনায় উড়ালপুলে ওঠার মুখটি যানজটমুক্ত থাকবে।

চিংড়িহাটার এই জট কেটে যাওয়ায় নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত দ্রুত মেট্রো পরিষেবা চালু হওয়ার স্বপ্ন দেখছেন নিত্যযাত্রীরা। এখন দেখার, আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কতটা দ্রুততার সঙ্গে আরভিএনএল তাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে।

আরও পড়ুন – বইমেলাতেও SIR হয়রানির প্রতিবাদ মমতার: লিখেছেন ২৬টি কবিতা, এবার প্রকাশিত আরও ৯টি বই

_

_

_

_
_


