SIR হয়রানি নিয়ে রেড রোডে নেতাজির স্মরণ মঞ্চ থেকে একযোগে কেন্দ্র ও কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, মঞ্চে থেকে একের পর এক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকার এবং নির্বাচন কমিশনকে বিদ্ধ করেন মমতা। প্রশ্ন তোলেন, “নেতাজি থাকলে তাঁকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হত?” নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে এসআইআর শুনানিতে তলব নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। ২৩ জনুয়ারিতে এখন জাতীয় ছুটির দিন ঘোষণা না করায় এদিন ফের সরব হন বাংলার মুখ্যমন্ত্রী

নেতাজি সুভাষচন্দ্র বোসের (Netaji Subhas Chandra Bose) জন্মদিনে প্রতিবছর রাজ্য সরকারের তরফে সম্মানজ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন, রেড রোডের সুভাষ স্মরণের মঞ্চে নেতাজির ফাইল প্রকাশ-সহ একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “আজ নেতাজির জন্মদিন। এখনও দিনটাকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি। তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন, আর ফিরে এলেন না। আমরা তাঁর জন্মদিনটা জানি। মৃত্যুদিনটা বলতে পারি না।”

এরপরই এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নেতাজি বেঁচে থাকলে কি তাঁকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হত? হিয়ারিংয়ে তাঁকেও ডাকা হত? কৈফিয়ত চাওয়া হত আপনি ভারতীয় কি না?” নেতাজির প্রভু পুত্র কে ডাকার প্রসঙ্গ তুলে মমতা বলেন, “চন্দ্রকেও তো ডেকেছে।”

এস আই আর নিয়ে সাধারণ মানুষের হেনস্থা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার ১ কোটি ৩৮ লক্ষ মানুষকে ডেকেছে। তার আগে একতরফা ভাবে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছে। মোট সংখ্যাটা প্রায় ২ কোটি। ৭ কোটি মানুষের মধ্যে ২ কোটি বাদ গেলে কত বাকি থাকে?”

–

–

–

–

–

–


