শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ আগেই ছিল এবার ক্রীড়া ক্ষেত্রে সংরক্ষণের নজির পড়ল সাই(SAI)। খেলার জন্য সহকারী কোচ নেওয়া হবে। কোন খেলার জন্য কতজন সহকারী কোচের পদ ফাঁকা রয়েছে, সেটার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে সাইয়ের তরফে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সাইয়ের (SAI) পক্ষ থেকে বিভিন্ন ২৬ টি খেলাধুলায় মোট ৩২৩টি পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। কিন্তু নিয়োগের ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিদের (SC-ST) সংরক্ষণও থাকছে, অর্থাৎ ৩২৩টি পদের মধ্যে ১৮৭ টি পদে সংরক্ষিত থাকবে। শতাংশের হিসেবে সেটা ৫৭, বয়সের ক্ষেত্রেও কিছুটা শিথিল করা হয়েছে নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী।

বক্সিং, ভারত্তোলন, শুটিং, ব্যাডমিন্টন- এর মত খেলা গুলিতে কোচ নেয়া হবে কিন্তু প্রশ্ন উঠছে খেলাধুলার ক্ষেত্রে সংরক্ষণ কি সংবিধান স্বীকৃত? কিভাবে সাই সংরক্ষণ নীতি চালু করল? অতীতে বারবার বিভিন্ন ইস্যুতের বিতর্কে জড়িয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সাই। এবার সংরক্ষণ ইস্যুতে বিতর্কে জড়ালো সাই

–

–

–

–

–

–

–


