ভোরের আলো ফোটার আগে থেকেই ভেসে আসছে শঙ্খ আর কাঁসরের যুগলবন্দি। কুয়াশায় ঢাকা বসন্ত পঞ্চমীর সকালে তিথি মেনে বাঙালির ঘরে শুরু হয়েছে বাগদেবীর আরাধনা (Saraswati Puja Day)। একদিকে নেতাজি জন্মজয়ন্তী (Netaji Subhash Chandra Bose Birth Anniversary) অন্যদিকে সরস্বতী পুজো, এক ছুটিতে দুই হলিডে আমেজ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নয়ের দশকের ঘরোয়া পুজোর নস্টালজিয়া জেন-জির কাছে বদলে গেছে বাঙালির ভ্যালেন্টাইনস ডে-র নামান্তরে। বেলা বাড়তেই অনভ্যস্ত শাড়ির আঁচল আর বুটিকের ডিজাইন করা সাদা হলুদ পাঞ্জাবিতে এ যেন এক অন্য শুক্রবারের সকাল।


কুল, খই, বাতাসা আর সেই অবিস্মরণীয় খিচুড়ি-লাবড়ার সরস্বতী পুজো আজ অনেকটাই অতীতের পাতায় জায়গা পেয়েছে। বর্তমানে আধিপত্য প্রযুক্তির পরশে বদলে যাওয়া ঝকঝকে পুজোর আধুনিক মোড়ক। যদিও সারস্বত বন্দনার মন্ত্র আর অঞ্জলি দেওয়ার ভিড় আজও মনে করায়, গেছে যে দিন সে বোধহয় একেবারেই চলে যায়নি। হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর তিথি এই বছর রাত ২:২৮ মিনিটে শুরু হয়েছে। ২৪শে জানুয়ারি ভোর ১:৪৬ মিনিটে শেষ হবে। ফলে কোনও তাড়াহুড়ো না করেই দিনভর পুজো দেওয়া যাবে। সকাল সকাল বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভিড়, ক্লাবগুলোতে আবার নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে পতাকা উত্তোলনের তোড়জোড় চলছে। কারোর প্ল্যানিং দুপুরের খাওয়া দাওয়ার পর জমিয়ে সিনেমা দেখা। কেউ আবার ঠিক করেছেন বিদ্যার দেবীর আরাধনা তিনিই পাড়ি দেবেন বইমেলার (International Kolkata Book Fair) পথে। সবমিলিয়ে ছুটির মুডে উৎসবের আমেজে বঙ্গবাসী।

–

–

–

–

–

–

–

–


