
মেষ: গৃহে শুভকর্মের আয়োজনের যোগ। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সাহিত্যচর্চায় আগ্রহ বাড়বে এবং মানসিক তৃপ্তি লাভ হতে পারে।


বৃষ: সৃজনশীল কর্মে উল্লেখযোগ্য অগ্রগতি। শিল্পী ও সাহিত্যিকদের জন্য দিনটি বিশেষ শুভ—কর্মের প্রসার ও সুনাম অর্জনের যোগ। আর্থিক ও বৈষয়িক উন্নতি হবে।


মিথুন : দীর্ঘদিনের কাজকর্মে যে বাধা ছিল, তা কাটতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা থাকলেও স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন।


কর্কট: পারিবারিক আনন্দ ও উৎসবের পরিবেশ তৈরি হতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি পাবে। পেশাদারি কর্মে উন্নতি হলেও স্বাস্থ্য মোটামুটি থাকবে।


সিংহ: কাজকর্মে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় ধীরে অগ্রগতি। চিকিৎসার ফলে শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা।


কন্যা: মানসিক উত্তেজনার কারণে বিবাদ-বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা, সতর্ক থাকুন। পারিবারিক পরিস্থিতি মোটামুটি। অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।


তুলা: উত্তেজক ব্যবহার ও অপ্রিয় কথাবার্তায় ঘরে-বাইরে শত্রুবৃদ্ধির আশঙ্কা। চিকিৎসায় বিভ্রাট হতে পারে। তবে আইনি কাজকর্মে শুভ ফল মিলবে।


বৃশ্চিক: অর্থভাগ্য অনুকূলে থাকবে। কথাবার্তায় সংযত ও মার্জিত হওয়া জরুরি। প্রতিরক্ষা কর্মীদের জন্য সাফল্য ও সুনামের যোগ।


ধনু: আইনি বিষয়ে বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা। আর্থিক উন্নতি হবে। সামাজিক কর্মে অর্থদান ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে।


মকর: দিনটি সামগ্রিকভাবে শুভ। রং, রাসায়নিক ও বিজ্ঞাপন সংক্রান্ত ব্যবসায় অগ্রগতি। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

কুম্ভ: কাজকর্মে কিছু বাধা বজায় থাকতে পারে। তবে সাহিত্যিক, সাংবাদিক ও অধ্যাপকদের কর্মক্ষেত্রে সাফল্য ও সুনাম অর্জনের যোগ। আঘাতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন।

মীন: গুরুজনের স্বাস্থ্য অবনতির কারণে মানসিক উদ্বেগ বাড়তে পারে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। বিদ্যা ও শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ হবে।


