স্ত্রী-সহ ৩ আত্মীয়কে গুলি করে খুনের অভিযোগ উঠল আমেরিকার (America) জর্জিয়ায় বসবাসকারী এক ভারতীয় বিরুদ্ধে। আটলান্টায় অবস্থিত ভারতীয় মিশন সূত্রে খবর, স্ত্রী-সহ চারজনকে গুলি করে খুন করেন ৫১ বছর বয়সী এক ভারতীয় (Indian)। পারিবারিক অশান্তির জেরেই এই কাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান। রাগে উন্মত্ত বাবার হাত থেকে ঘরের আলমারিতে লুকিয়ে কোনওমতে প্রাণ বাঁচিয়েছে পরিবারের তিন শিশু।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত আড়াইটা নাগাদ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে ৯১১ নম্বরে জরুরি কল আসে। পুলিশ (Police) দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয়। বাড়িতে ঢুকে, পুলিশ চারজনকেই নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রত্যেকের শরীরেই একাধিক গুলির চিহ্ন ছিল। অভিযুক্ত বিজয় কুমারকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহতরা হলেন, বিজয় কুমারের স্ত্রী মীমু দোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।

ঘটনার সময়ে বাড়িতে তিন শিশু উপস্থিত ছিল। আতঙ্কিত হয়ে তারা দ্রুত একটি আলমারির ভিতর আশ্রয় নেয়। সেখান থেকেই এক শিশু সাহস করে ৯১১ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ দ্রুত ঘাতককে শনাক্ত করতে সক্ষম হয়। বর্তমানে শিশুরা নিরাপদ আছে এবং পরিবারের অন্য এক সদস্যের কাছে তাদের রাখা হয়েছে।
আরও খবর: বিয়ে না হলেও সঙ্গিনীকে আইনি সুরক্ষা দিতে হবে! বড় নির্দেশ আদালতের

আটলান্টায় অবস্থিত ভারতীয় (Indian) কনস্যুলেট জেনারেল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, অভিযুক্ত বিজয় কুমারের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, গুরুতর হামলা এবং প্রথম ও তৃতীয় ডিগ্রিতে শিশু নির্যাতনের মতো একাধিক কঠোর ধারায় মামলা করা হয়েছে। এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় কনস্যুলেট নিশ্চিত করেছে যে, শোকাহত পরিবারের পাশে থেকে তারা সব ধরনের আইনি সহায়তা দিচ্ছে।

–

–

–

–

–

–


