Saturday, January 24, 2026

জলপথে যাতায়াতে গতি আনতে নতুন উদ্যোগ রাজ্যের, হুগলির বুকে আধুনিক যাত্রী টার্মিনাল

Date:

Share post:

শহর ও শহরতলির রাস্তায় ক্রমবর্ধমান যানজটের চাপ কমাতে এবং অভ্যন্তরীণ জলপথ পরিবহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে হুগলি নদীর (Hooghly River) বুকে আধুনিক যাত্রী টার্মিনাল (modern passenger terminal) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। কলকাতা মেট্রোপলিটন এলাকার মধ্যে এই টার্মিনাল নির্মাণের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে বলে পরিবহণ দফতরের (transport department) অধীন পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (West Bengal Transport Infrastructure Development Corporation Limited) সূত্রে জানা গেছে। রাজ্যের পরিবহণ পরিকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় এই প্রকল্প নেওয়া হয়েছে। নদীপথ পরিবহণকে রাজ্যের সামগ্রিক যাতায়াত ব্যবস্থার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করাই লক্ষ্য।

এই প্রকল্পের আওতায় একটি পূর্ণাঙ্গ যাত্রী টার্মিনাল নির্মাণের পাশাপাশি নদীতীরবর্তী প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে।নদীপথকে এমনভাবে আধুনিক করা হবে যাতে সাধারণ মানুষ দৈনন্দিন যাতায়াতে জলপথকে ভরসাযোগ্য ও সুবিধাজনক বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। যাত্রী ওঠানামা, টিকিটিং, অপেক্ষাকক্ষ, নদীতীর ব্যবস্থাপনা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধাই এই টার্মিনালে থাকবে বলে জানা গেছে। প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ কোটি ৬২ লক্ষ টাকা। কাজ শুরু হওয়ার পর ১৮ মাসের মধ্যে নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই উদ্যোগ রাজ্যের বৃহত্তর জলপথ পুনরুজ্জীবন পরিকল্পনার অংশ। টার্মিনাল, জেটি এবং নেভিগেশন পরিকাঠামোয় বিনিয়োগ করে অভ্যন্তরীণ জলপরিবহণকে নতুন করে শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে সরকার। পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, জলপথ পরিবহণ তুলনায় সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। এই ক্ষেত্রকে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং সম্পূর্ণ তদারকি করবে ডব্লিউবিটিআইডিসিএল। নতুন টার্মিনাল চালু হলে একদিকে যেমন হুগলি নদীতে বর্তমান ও ভবিষ্যতের যাত্রীচাপ সামলাতে সুবিধা হবে, পাশাপাশি আবার নদীকেন্দ্রিক পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রশাসনের।

 

spot_img

Related articles

উইকেন্ডের সকালে ঠান্ডা-কুয়াশার যুগলবন্দি , রবিবার থেকেই শীতের বিদায় সফর শুরু!

হালকা শীতের আমেজে শুরু শনিবার সকাল। কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে। আগামী ২৪ ঘণ্টায় (রবিবার থেকে) উষ্ণতার পারদ...

শ্রীনগরের ডাল লেকের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কিত পর্যটকরা

শনিবার সকালে শ্রীনগরে ডাল লেকের (Dal Lake, Srinagar) এক নম্বর ঘাটের পাশের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার...

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে পুলিশের চোখে ‘AI’ সানগ্লাস!

আগামী সোমবার সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে কুচকাওয়াজ চলাকালীন দর্শকদের উপর নজর রাখতে এবার দিল্লি পুলিশের চোখে থাকবে ‘AI’ সানগ্লাস।...

কেমন যাবে আপনার আজকের দিনটি

মেষ: গৃহে শুভকর্মের আয়োজনের যোগ। ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সাহিত্যচর্চায় আগ্রহ বাড়বে এবং মানসিক তৃপ্তি লাভ...