সাধারণ মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের আকাশছোঁয়া সোনার দাম। বিয়ের মরসুম শুরু হতেই গয়না সোনার দরে বড়সড় লাফ লক্ষ্য করা গেল বাজারে। শনিবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম পৌঁছে গেল ১ লক্ষ ৬২ হাজার ৮০০ টাকায়। সোনার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কার্যত মাথায় হাত পড়েছে সাধারণ ক্রেতাদের।

গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু এক লাফে দাম এতটা বেড়ে যাওয়ায় স্তম্ভিত স্বর্ণ ব্যবসায়ীরাও। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে লগ্নিকারীদের সোনা কেনার প্রবণতা বেড়ে যাওয়া এবং টাকার মূল্যের অস্থিরতাই এই দাম বাড়ার প্রধান কারণ। এর ফলে কেবল পাকা সোনা নয়, পাল্লা দিয়ে বেড়েছে গয়না সোনার (২২ ক্যারাট) দামও।

শহরের নামী জুয়েলারি বিপণিগুলির মতে, সামনেই রয়েছে বিয়ের লগ্ন। এই সময়ে সাধারণত সোনার চাহিদা তুঙ্গে থাকে। কিন্তু ১ লক্ষ ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে যাওয়ায় অনেকেই তাঁদের পূর্বনির্ধারিত বাজেটে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন। অনেকে আবার পুরনো সোনা বদলে নতুন গয়না গড়ার দিকে ঝুঁকছেন। খুচরো বিক্রেতারা জানাচ্ছেন, আকাশছোঁয়া দামের কারণে নতুন করে সোনা কেনার ক্রেতা সংখ্যায় অনেকটাই কমেছে।

আরও পড়ুন- কোথায় তালিকা? সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় কমিশনকে তোপ অভিষেকের

_

_

_

_

_

_
_


