ফিরল দশ বছর আগের স্মৃতি। রেড রোডে প্রজাতন্ত্র দিবসের আগে কুচকাওয়াজের মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ একটি গাড়ি প্রচণ্ড গতিতে (speeding car) ছুটছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রেড রোডে গার্ডরেলে গাড়িটি ধাক্কা মারে। এই ঘটনায় ফিরল ২০১৬ সালে বায়ুসেনা আধিকারিককে (Air Force officer) পিষে দেওয়ার ঘটনার ভয়াবহ স্মৃতি।

গাড়িটি পুলিশ আটকানোর চেষ্টা করেন। চালক-সহ গাড়িটিকে আটক করেছে ময়দান থানার পুলিশ (Maidan Police Station)। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে ৩-৪ জন কমবয়সি ছেলেমেয়ে ছিলেন। গাড়ির গতিও ছিল অনেক। রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া গাড়ির ধাক্কা। তদন্তকারীদের দাবি, গাড়ির কাগজপত্র নিয়ে বেশ কিছু গরমিল রয়েছে। ইন্স্যুরেন্স এবং দূষণ সংক্রান্ত কাগজপত্র সঠিক ছিল না বলেই খবর। তবে হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন : ২৬ জানুয়ারির আগে রেললাইনে বিস্ফোরণ পঞ্জাবে: হাই অ্যালার্ট ফতেগড়ে

২০১৬ সালে ১৩ জানুয়ারি রেড রোডে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিল কলকাতা। তখনও সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ার মধ্যেই খিদিরপুর রোড থেকে প্রচণ্ড গতিতে একের পর এক ব্যারিকেড ভেঙে রেড রোডে ধেয়ে আসে একটি অডি গাড়ি। সেই গাড়ির ধাক্কার মৃত্যু হয়েছিল ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের।

–

–

–

–

–

–


