রক্তক্ষরণ অব্যাহত শেয়ার বাজারে। দালাল স্ট্রিটে শেয়ারের দর ওঠা-নামা স্বাভাবিক। তবে চলতি সপ্তাহে রীতিমতো ঝঞ্ঝার মুখে পড়েছিল ভারতীয় শেয়ার বাজার। এক সপ্তাহে সেনসেক্সের পতন হয়েছে ২,০০০ পয়েন্টেরও বেশি। ফলে রীতিমতো আতঙ্ক দালাল স্ট্রিটে। কারণ, মোট ১৬ লক্ষ কোটি টাকারও বেশি উধাও হয়ে গিয়েছে লগ্নিকারীদের।

এদিকে শুক্রবার আরও নীচে নেমে গিয়েছে ভারতীয় মুদ্রার দাম। একসময় এক ডলার সমান দাঁড়ায় ৯২ টাকা। যা সর্বকালীন রেকর্ড। তবে শেষ মুহূর্তে সামান্য বেড়ে মার্কিন মুদ্রার নিরিখে টাকা থামে ৯১.৯০-তে।

গতকাল সকালে বাজার খোলার পর শেয়ার সূচক কিছুটা উপরের দিকে থাকলেও কিছুক্ষণের মধ্যে তা হুড়মুড়িয়ে নীচে নামে। দিনের অধিকাংশ সময় নিম্নমুখী ছিল সূচক। বন্ধ হওয়ার সময় বিএসই সেনসেক্স পড়ে যায় ৭৬৯.৬৬ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ। থিতু হয় ৮১,৫৩৭.৭০ অঙ্কে। তথ্য বলছে, এক সপ্তাহে সেনসেক্সের পতন হয়েছে ২,০৩২.৬৫ পয়েন্ট। একই অবস্থা নিফটির। এনএসই সূচক পড়েছে ৬৪৫.৭০ পয়েন্ট। এদিকে, বিএসই নথিভুক্ত কোম্পানিগুলির মোট মার্কেট ভ্যালু কমেছে ১৬ লক্ষ ২৮ হাজার ৫৬১ কোটি টাকারও বেশি।

আরও পড়ুন – কলকাতা ছেড়ে দুর্গাপুর: বিজেপি সভাপতির প্রথম বৈঠকে এড়িয়ে যাবেন শাহর টার্গেট শহর!

_

_

_

_

_

_
_


