ফের বাংলাদেশে সংখ্যালঘু হত্যা। ওসমান হাদীর মৃত্যুর পর বাংলাদেশে(Bangladesh law and order) আইন-শৃঙ্খলা বারবার প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন উঠেছে অন্তবর্তী সরকার মহাম্মদ ইউনূসের(Mohammed Younus) ভূমিকা নিয়েও। পরিস্থিতি সামাল দিতে তিনি যে কোনও ভূমিকা পালন করছেন না তা ফের একবার প্রমাণিত। এবার নরসিংদীতে এক সংখ্যালঘু যুবককে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম চঞ্চল ভৌমিক। শুক্রবার রাতে ২৩ বছর বয়সী ওই যুবককে গ্যারেজের ভিতর জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ।

চঞ্চল কুমিল্লা জেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। বাবার মৃত্যুর পর তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। গত ছ’বছর ধরে চঞ্চল নরসিংদী পুলিশ লাইনের পাশে মসজিদ মার্কেট এলাকার একটি গ্যারেজে কাজ করতেন। রাতে সেখানেই ঘুমাতেন। ঘটনার দিন রাতে যুবক সেই গ্যারেজেই ছিলেন। অভিযোগ গভীর রাতে কয়েকজন দুষ্কৃতি গ্যারেজের শাটার বন্ধ করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ গিয়ে ঝলসে যাওয়া চঞ্চলের মৃতদেহ উদ্ধার করে। আরও পড়ুনঃ হু-কে বদনাম করেছে আমেরিকা: কড়া জবাব বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নরসিংদী থানার এসপি আব্দুল্লাহ আল ফারুকী জানিয়েছেন প্রাথমিকভাবে একটি সিসিটিভি ফুটেজ তাঁদের হাতে এসেছে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। বাইরে থেকেও আগুন লাগানো হতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

–

–

–

–

–

–

–


