ট্রাফিক আইন অমান্য করা একেবারেই নতুন ঘটনা নয়! উল্টে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রবণতা বেশি দেখা যায়। লাল আলো জ্বললেও গাড়ির গতি কমছে না আবার বেশ কিছু ক্ষেত্রে গাড়ি থামছেই না। এর ফলে দুর্ঘটনা, যানজট, কখনও প্রাণহানিও লেগেই আছে। এই প্রবণতায় রাশ টানতেই এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা ট্রাফিক পুলিশ ( Kolkata traffic Police)।

মহানগরী জুড়েই এবার একাধিক ব্যস্ত ও দুর্ঘটনাপ্রবণ রাস্তায় রেড লাইট ভায়োলেশন ডিটেকশন ক্যামেরা (RLVD) বসবে। প্রাথমিকভাবে ২০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে এই অত্যাধুনিক নজরদারি চালানো হবে। এই ক্যামেরা বসলে আর লাল আলো অমান্য করে পালিয়ে যাওয়া যাবে না। এই ক্যামেরাগুলিতে আছে ANPR (অটোমেটিক নম্বরপ্লেট রিকগনিশন) প্রযুক্তি। লাল সিগন্যাল অমান্য করলে ক্যামেরায় ধরা পড়বে গাড়ির নম্বরপ্লেট, সময় ও সেই সময়ের অবস্থান। লালবাজারের ট্রাফিক সার্ভারে সেই তথ্য পৌঁছে যাবে নিমেষের মধ্যেই। এরপর গাড়ির মালিকের মোবাইল নম্বরে যাবে এসএমএস বা ই-মেইলে জরিমানার নোটিশ। ট্রাফিক সূত্রে খবর অনলাইনে জরিমানা মেটানোর ব্যবস্থা থাকবে।

এই ব্যবস্থাপনায় খরচ হতে পারে আনুমানিক ২.৫ কোটি টাকা। সিগন্যাল অমান্য করলে ন্যূনতম এক হাজার টাকা জরিমানা হতে পারে। শহরের বেশিরভাগ দুর্ঘটনা ঘটে সিগন্যাল অমান্য করার জন্য। তাই প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়িয়ে দুর্ঘটনা কমানোই এই মুহূর্তে মূল লক্ষ্য। বোঝা যাচ্ছে, চালকদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার দিকেই নজর দিয়েছে পুলিশ প্রশাসন।

–

–

–

–

–

–

–


