তুষারপাতের জেরে হিমাচল প্রদেশ (Himachal Pradesh snowfall) জুড়ে ব্যাহত যান চলাচল। সূত্রের খবর, কোঠি থেকে মানালি যাওয়ার রাস্তায় প্রায় ৮ কিলোমিটার লম্বা রাস্তা জুড়ে ট্র্যাফিক জ্যাম রয়েছে। ইতিমধ্যেই শৈল রাজ্যে বরফ পড়ে মোট ৬৮৫টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। যানজটে নাকাল পর্যটকরা।

জানুয়ারির শেষ সপ্তাহে লম্বা ছুটি থাকায় অনেকেই কুলু-মানালি ঘুরতে গেছেন। কিন্তু সেখানে গিয়ে যে এভাবে কার্যত ঘরবন্দি হয়ে থাকতে হবে সেটা অনেকেই আশা করেননি। সরকারি সূত্রে খবর, তুষারপাতের জেরে মানালিতে মোট ৬৮৫টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এর মধ্যে লাহুল-স্পিতিতে ২৯২টি, চাম্বাতে ১৩২টি, মান্ডিতে ১২৬টি, কুলুতে ৭৯টি, সিরমউরে ২৯টি, কিন্নরে ৪টি, উনাতে দু’টি এবং সোলানে একটি রাস্তা বন্ধ রয়েছে। ফলে শনিবার থেকেই দীর্ঘ সময় ধরে ট্র্যাফিক জ্যাম শুরু হয়েছে।

–

–

–

–

–

–

–

–


