শুধু মুখে বলা নয়, ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) সত্যিই আপন বলে মনে করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই কারণেই সব সময় সেখানকার মানুষের পাশে দাঁড়ান স্থানীয় তৃণমূল সাংসদ। সেখানে এখন চলছে ‘সেবাশ্রয় 2’ শিবির (Sebaashray Camp)। আর রবিবার সেই শিবিরের স্বাস্থ্য পরীক্ষা করলেন স্বয়ং অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। একই সঙ্গে দোতলা স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন তিনি। 

নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এক এক করে ‘সেবাশ্রয়’ (Sebaashray Camp) শেষ করে এখন ডায়মন্ড হারবারে শিবির চলছে। রবিবার বেলায় সেখানে উপস্থিত হন অভিষেক-পত্নী। নিজের স্বাস্থ্য পরীক্ষা (Health Camp) করান তিনি। দোতলা শিবিরের পুরোটাই ঘুরে দেখেন। রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন।

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের জন্য সেবাশ্রয় চালু করেছেন অভিষেক। চলছে সেবাশ্রয় 2 শিবির। এতদিন পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডিতেই ছিল এই স্বাস্থ্যশিবির। এবার তার পরিধি বেড়ে নন্দীগ্রামে চলছে সেবাশ্রয়। ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের মডেল ক্যাম্প যে শুধু নামেই ‘মডেল’, তা নয়—পরিকাঠামোতেও নজিরবিহীন। এই প্রথম ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হয়েছে দোতলা শিবির। রয়েছে সম্পূর্ণ আইসিইউ-ও। সেবাশ্রয় শিবিরের পরিকাঠামো অত্যন্ত উন্নত। এদিন খোদ সাংসদ-পত্নী সেখানে স্বাস্থ্য পরীক্ষা করানোয় আপ্লুত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা।

–

–

–

–

–

–

–


