এসআইআর হেয়ারিংয়ের নোটিশ(sir hearing notice)ঘিরে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মুলটি কামদেবপুর এলাকায়। মৃতের নাম পিয়ার আলি খাঁ (৯৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, নামের ভুলের কারণে পিয়ার আলি খাঁর কাছে এসআইআর হেয়ারিংয়ের নোটিশ আসে। আগামী ৩০ তারিখ তাঁর শুনানির দিন নির্ধারিত ছিল।

নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। আচমকাই পরিবারের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেন বলে দাবি। সেই চিন্তার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। আরও পড়ুনঃ SIR আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ

তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিন মৃতদেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। পরিবারের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের নোটিশজনিত আতঙ্কই এই মৃত্যুর জন্য দায়ী। ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে।

–

–

–

–

–

–

–


