Monday, January 26, 2026

কোনও অবদান নেই! নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুভেন্দুর কটূক্তি, পাল্টা জবাব তৃণমূলের

Date:

Share post:

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amatya Sen) এসআইআর-এর নোটিশ দেওয়া নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও অব্যাহত। সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অমর্ত্য সেন। বলেছেন, SIR প্রক্রিয়া নিয়ে খুব বেশি তাড়াহুড়ো করা হচ্ছে। এইসবে হাতে ঘা লেগেছে বিজেপির। আর সেই কারণেই নোবেলজয়ী অর্থনীতিবিদকে সরাসরি কটূক্তি বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। অমর্ত্যর কোনও অবদান নেই বলে মন্তব্য বিজেপি নেতার। প্রতিবাদে সরব তৃণমূল (TMC) শিবির।

মোদি সরকারের বিভিন্ন জনবিরোধী, হটকারী সিদ্ধান্তের কড়া সমালোচক নোবেলজয়ী অর্থনীতিবিদ। ফলে অমর্ত্য সেনকে একেবারেই পছন্দ করে না গেরুয়া শিবির। বিশ্বে অমর্ত্য সেনের কাজ নিয়েও তাদের নেতাদের খুব একটা জ্ঞান আছে বলে মনে হয় না। তার উদাহরণ হল দলবদলু বিজেপি (BJP) নেতা শুভেন্দুর উক্তি। অমর্ত্য সেনের এসআইআর মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি সবসময় এই সব কথা বলেন। ওঁর কথার বেশি উত্তর দেওয়ার দরকার নেই। ওঁর কোনও কনট্রিবিউশন নেই। পশ্চিমবঙ্গে একজন শিক্ষিত যুবককে উনি কর্মসস্থান করে দিয়েছেন বা কোনও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন কোনও উদাহরণ নেই। যাঁদের অবদান নেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাঁদের এই সব কথার উত্তর দেওয়া হবে না।”

এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল। নিজেদের অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেলে তৃণমূল লেখে, “একজন পাগলের প্রলাপ প্রতিনিয়ত নিজের সীমারেখাই ছাপিয়ে যায়! নোবেল জয়ী অমর্ত্য সেনের উপর লোডশেডিং অধিকারীর আক্রমণ তাঁর চূড়ান্ত মতিভ্রমের নিদর্শন। যখন একজন ব্যক্তি, যার রাজনৈতিক ক্যারিয়ার বিকৃত, বিশ্বের অন্যতম সম্মানিত অর্থনীতিবিদকে অপমান করার চেষ্টা করেন তখন এটি অনিবার্যভাবে হাস্যরসে পরিণত হয়।

দারিদ্র্য, দুর্ভিক্ষ, মানব উন্নয়ন পুনর্গঠনের জন্য অমর্ত্য সেন বিশ্বব্যাপী প্রশংসিত। এদিকে, শুভেন্দু অধিকারী চিন্তাভাবনা, শাসনব্যবস্থা সমাজে একেবারেই কোনও অবদান না রেখে নিজেকে স্বতন্ত্র করে তুলেছে। যখন অতি নিম্নমানের কোন মানুষ শ্রেষ্ঠত্বের মুখোমুখি হয়, তখন এটাই ঘটে। অর্থনীতি বুঝতে অক্ষম ব্যক্তি স্বাভাবিকভাবেই অর্থনীতিবিদদের আক্রমণ করবে। সুবিধাবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠা ক্যারিয়ার যাঁর, তিনি স্বাভাবিকভাবেই সততাকে ঘৃণা করবেন। অভিনব ধ্যান ধারণার প্রতি যিনি বিরূপ, তিনি বুদ্ধিমত্তার উপর আক্রমণ করবেন এটাই স্বাভাবিক।”

আরও পড়ুন – ঢাকার পুলিশ প্রধান সহ তিন জনকে ফাঁসির সাজা ঘোষণা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মন্দিরে প্রবেশাধিকারে বিতর্কিত ‘ফতোয়া’, কেদার-বদ্রী কমিটির সিদ্ধান্তে তুঙ্গে তরজা

প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথ, বদ্রীনাথে যাত্রা করেন। তবে এবার সেই কেদার-বদ্রী অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে।...

ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্য পরীক্ষা অভিষেক-পত্নী রুজিরার, ঘুরে দেখলেন দোতলা শিবির

শুধু মুখে বলা নয়, ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) সত্যিই আপন বলে মনে করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

T20 WC: মাঠের বাইরে নয়া নাটক, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান?

ভারতের মাটিতে কোন আইসিসি ইভেন্ট থাকলেই তা নিয়ে নিত্যনতুন সমস্যা সৃষ্টি করে পাকিস্তান(Pakistan )। বিগত কয়েক বছর ধরেই...

ঢাকার পুলিশ প্রধান সহ তিন জনকে ফাঁসির সাজা ঘোষণা

শেখ হাসিনার ( Sheikh Hasina) পর এবার তাঁর আমলের পুলিশ কমিশনার ( Police Commissioner) হাবিবুর রহমানকে ফাঁসির সাজা...