আনন্দপুরের অগ্নিদগ্ধ গোডাউনে চলছে কুলিং প্রসেস, আইন মেনে তদন্ত জানালেন দমকলমন্ত্রী

Date:

Share post:

তেত্রিশ ঘণ্টা অতিক্রান্ত, এখনও নাজিরাবাদের গোডাউনে পকেট ফায়ার দেখা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেনসিক টিম (forensic team) । মঙ্গলবার সকাল পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন দমকল কর্মীরা। এদিন ডিজি ফায়ারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তিনি স্পষ্ট জানান গোডাউনে ফায়ার অডিট হয়েছিল কিনা তা তদন্ত করা হবে, এবং আইন মেনে এফআইআরও করা হবে। এদিন ডিজি ফায়ার জানিয়েছেন ওই গোডাউনের সেফটি ক্লিয়ারেন্স (Safety Clearance) ছিল না। লোহার স্ট্রাকচারে টিনের শেড লাগানো হয়েছিল, যা আগুন লাগতেই দ্রুত ভেঙে পড়ে। ফলে ভেতরেই আটকে পড়েন কর্মীরা।

সোমবার ভোর রাত তিনটে নাগাদ আনন্দপুরের (Anandapur Fire) নাজিরাবাদে মোমো তৈরির কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসায় প্রকাশ করেন স্থানীয়রা। যদিও বেলা বারোটার সময় পাওয়া খবর অনুযায়ী, কুলিং প্রসেস প্রায় শেষের পথে। ইতিমধ্যেই ফরেনসিক টিম সেখানে পৌঁছে নমুনা সংগ্রহের কাজে লেগে পড়েছে।মঙ্গলবার বেলা ১১টা নাগাদ নাজিরাবাদের অগ্নিকাণ্ডস্থলে পৌঁছন সুজিত বসু। ভস্মীভূত এলাকা ঘুরে দেখেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ”খবর পাওয়ার পরপরই দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছে যায়, পরে ইঞ্জিন আরও বাড়ানো হয়। সারারাত কাজ করেছেন দমকল কর্মীরা। গতকাল ২৬ জানুয়ারি থাকায় অনেক জায়গায় ছুটি ছিল। কিন্তু সেসব বাতিল করেই দমকল বিভাগ যথেষ্ট পরিশ্রমের সঙ্গে কাজ করে আগুন নিভিয়েছে। আমাদের নিয়ম মেনে ফায়ার এডিট করা হয়। এই গোডাউনে সেটা হয়েছিল কিনা তা দেখা হচ্ছে। আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার, আমরা তা নিচ্ছি। সেইমতো পদক্ষেপ করা হবে। FIR হবে।”

গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থার দেখা মেলেনি। মূল দরজা অত্যন্ত ছোট হওয়ায় আগুনের লেলিহান শিখার মাঝে এই প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছতে পারেননি ভেতরে থাকা কর্মী থেকে নিরাপত্তারক্ষীরা। গোডাউনে যথেষ্ট দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। টিনের ছাদ ভেঙ্গে পড়ায় ভেতরে ঢুকতে সমস্যা হয়েছে দমকল কর্মীদের। শেষে আর্থ মুভার নিয়ে এসে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। কেউ ভেতরে আটকে থাকা বাবা দাদাকে খুঁজছেন, কেউ স্বজন হারানোর যন্ত্রণায় কেঁদে চলেছেন এক নাগাড়ে।অসমর্থিত সূত্রে খবর, অন্তত ৩০ জন নিখোঁজ। আজ নরেন্দ্রপুরে নিহতদের ডিএনএ পরীক্ষা হবে বলে জানা গেছে।

 

spot_img

Related articles

দেশজুড়ে ব্যাংক ধর্মঘটে সমস্যায় গ্রাহকরা, ব্যাহত এটিএম পরিষেবা 

মঙ্গলবার সকাল থেকে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট (All India Bank Strike)।ন’টি প্রধান ব্যাঙ্ক ইউনিয়নের প্রতিনিধিত্বকারী একটি আম্ব্রেলা সংগঠন ইউনাইটেড...

উত্তরে কুয়াশা, দক্ষিণে উধাও শীতের মেজাজ 

দক্ষিণবঙ্গ থেকে কি পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত (Winter)? আগামী সাত দিনের মধ্যে অন্তত জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার কোন...

পুরীর হোটেলে বুকিং জালিয়াতি, কলকাতা পুলিশের জালে অভিযুক্ত

বিজেপি (BJP) রাজ্য যেন জালিয়াতির আঁতুরঘর! এখন বেশিরভাগ ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়া মানে অনলাইনে হোটেল বুকিং করা হয়।...

জনহীন গদ্দারের স্বাস্থ্য শিবির, সেবাশ্রয়-ই ভরসা নন্দীগ্রামের

মণীশ কীর্তনীয়া, নন্দীগ্রাম গত অক্টোবর মাস থেকে আবেদন যাচ্ছিল তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে নন্দীগ্রামে...