নিজের পছন্দের পাত্র বা পাত্রীকে বিয়ে করার ‘অপরাধে’ গোটা পরিবারকে সমাজচ্যুত (Social Boycott) করার নির্দেশ—এমনই এক নয়া ফরমান ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (BJP ruled state Madhya Pradesh)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলায়। সেখানে স্থানীয় একটি গ্রাম পঞ্চায়েতের তরফে জারি করা নয়া ফরমানে জানানো হয়েছে, সমাজের অনুমতি ছাড়াই বিয়ে করলে সংশ্লিষ্ট পরিবারকে ‘একঘরে’ কর। এই ঘটনা সামনে আসতেই মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক প্রকাশ্য সভায় পড়ে শোনাচ্ছেন সেই ফরমান। যেখানে বলা হচ্ছে, গ্রামের কোনও যুবক বা যুবতি যদি পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেন তাহলে সেই পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ রাখতে পারবে না। অর্থনৈতিক ও সামাজিকভাবে একঘরে করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, জমিতে কোনও কাজ বা শ্রমিক হিসেবে কোনও কাজ দেওয়া হবে না পরিবারকে। দুধ বা যাবতীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জোগান বন্ধ করে দেওয়া হবে। যদি কোনও পরিবার এই ‘একঘরে’ পরিবারকে সমর্থন বা সাহায্য করে তাহলে সেই পরিবারকেও একঘরে করা হবে। আরও পড়ুন: দেশজুড়ে ব্যাংক ধর্মঘটে সমস্যায় গ্রাহকরা, ব্যাহত এটিএম পরিষেবা

ভিডিওতে দেখা যাচ্ছে তিনটি নির্দিষ্ট পরিবারের নাম ধরে তাঁদের ‘একঘরে’ করা হচ্ছে বলে ঘোষণা করা হয়। যা প্রকাশ্যে আসার পর থেকে রীতিমত বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। আইন অনুযায়ী, নিজের পছন্দে বিয়ে করা প্রাপ্তবয়স্কদের সাংবিধানিক অধিকার। যদিও পুলিশ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। তবে বারবার বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের সামাজিক নির্যাতনের ঘটনা বারবার সামনে আসাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

–

–

–

–

–

–

–


