
মেষ: ঘরের কোণে আজ সানাইয়ের সুর বাজার অপেক্ষা। শুভ কাজে বাধা কেটে যাবে। পকেটে টান পড়ার ভয় নেই, বরং নতুন ব্যবসার হাতছানি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে।


বৃষ: সৃজনশীলতায় আজ আপনার জয়জয়কার। যারা শিল্প বা গবেষণার দুনিয়ায় রয়েছেন, তাঁদের সাফল্যের পালকে নতুন তকমা জুটবে। লক্ষ্মীলাভের যোগও বেশ স্পষ্ট।


মিথুন: দিনটি আপনার অনুকূলে। খেলাধুলার মাঠ হোক বা ব্যবসার গদি— সাফল্যের ঝিলিক সর্বত্র। অর্থাগম নিয়ে আজ আর কপালে ভাঁজ ফেলার প্রয়োজন নেই।


কর্কট: ব্যবসার গ্রাফ আজ ঊর্ধ্বমুখী। কর্মক্ষেত্রে বসের পিঠ চাপানি জুটতে পারে। কাজের চাপের মাঝেও মনে আজ আধ্যাত্মিক শান্তির ছোঁয়া পাবেন।


সিংহ: আয়ের ঝুলি আজ উপচে পড়ার সময়। বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ড বা বিনোদন জগতের বাসিন্দা, তাঁদের জন্য আজকের দিনটি নতুন দিগন্ত খুলে দেবে।


কন্যা: অফিসে প্রমোশন বা বদলির চিঠি হাতে আসতে পারে। কিন্তু শিল্পীরা আজ একটু সাবধানে পা ফেলুন। মনের অস্থিরতা আজ আপনার বড় শত্রু হতে পারে।


তুলা: কোনো একটা ফোন কল বা খবর আজ আপনার পুরো মুড বদলে দেবে। প্রোমোটার বা ঠিকাদারদের জন্য দিনটি লাভজনক হলেও শরীর নিয়ে সাবধান। চোট-আঘাতের ভয় থাকছে।


বৃশ্চিক: চারপাশের মানুষের আচরণে মন কিছুটা ভারাক্রান্ত হতে পারে। ব্যবসায় আজ খুব একটা জোয়ার নেই। তবে বড় কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ আজ ভবিষ্যতের পথ মসৃণ করবে।


ধনু: চেষ্টা করলে আজ পাহাড়ও টলানো সম্ভব। টাকা-পয়সা আসার পথ প্রশস্ত। তবে ছাত্রছাত্রীদের জন্য দিনটি কিছুটা বিঘ্নবহুল হতে পারে। মন বসানো আজ কঠিন চ্যালেঞ্জ।


মকর: কর্মক্ষেত্রে আপনিই এখন চালকের আসনে। কাজ নিখুঁতভাবে শেষ হবে। পকেটে রেস্ত জমার পাশাপাশি শরীরেও আজ থাকবে চনমনে ভাব।

কুম্ভ: পেশাদারি পড়াশোনা বা বড় কোনো ডিগ্রির পথে দ্রুত দৌড় শুরু করার দিন আজ। বেকারদের জন্য নতুন চাকরির যোগাযোগ আসতে পারে। ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে।

মীন: যারা বই-খাতা আর কলম নিয়ে থাকেন, তাঁদের জন্য আজকের দিনটি বিশেষ প্রসন্ন। কর্মক্ষেত্রে পজিশন বাড়বে। তবে মুখ ফসকে কিছু বলে বিপদ ডেকে আনবেন না; জিভে আজ লাগাম টানাই বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন – এভাবেই ভেঙে পড়বে বিজেপি! মেদিনীপুরে বিজেপির সভামঞ্চ ভেঙে পড়ায় কটাক্ষ তৃণমূলের


