Wednesday, January 28, 2026

পঞ্চায়েত ভোটের ঠিক আগে প্রয়াত NCP প্রধান: মহারাষ্ট্র রাজনীতিতে অজিত-মৃত্যুতে ঘুরবে মোড়!

Date:

Share post:

রাজনৈতিক নেতৃত্বের মৃত্যু তাঁদের ব্যক্তিগত জীবনের থেকে অনেক বেশি প্রভাব ফেলে রাজনীতির মঞ্চে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে থাকা অবস্থায় বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের (Ajit Pawar) মৃত্যুকে দেশের একাংশের রাজনৈতিকরা নাশকতা বলে উড়িয়ে দিচ্ছেন না। আদতে অজিত পাওয়ারের মৃত্যু মহারাষ্ট্রের (Maharashtra) রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, এমন ইঙ্গিত মৃত্যুর দিন থেকেই ঘোরাফেরা শুরু করেছে।

মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচন আবহেই অজিত পাওয়ার মহাজুতি (Mahayuti) জোট ছাড়তে পারেন, এমন সম্ভাবনার কথা উঠেছিল। যদিও সেখানেই এনসিপি-র (NCP) রাজ্যসভার সাংসদ প্রফুল প্যাটেল (Praful Patel) স্পষ্ট জানিয়েছিলেন, শারদ পাওয়ার গোষ্ঠীর সঙ্গে অজিত পাওয়ার গোষ্ঠী মিলে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। এনডিএ জোটের সঙ্গেই থাকছে এনসিপি। তবে সাংসদ তথা দলের কার্যকরী সভাপতি প্যাটেলের উত্তরেই সেই সম্ভাবনাও লুকিয়ে ছিল।

মহারাষ্ট্রে পঞ্চায়েত নির্বাচন ৫ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই মনোনয়ন জমা, তোলা এবং প্রতীক প্রদানের কাজ শেষ হয়ে গিয়েছে। মহাজুতি জোট ছেড়ে অজিত পাওয়ার (Ajit Pawar) তাঁর এনসিপি (NCP) নিয়ে সরে আসতে চাইলে এখন সেই উপায় আর নেই। তবে ৭ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেই পথ খোলা থাকছে।

অজিত পাওয়ারের মৃত্যুর পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এই মৃত্যুতে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেননি। এবং সেখানে তিনি অজিত পাওয়ারের বিজেপি জোট ছাড়ার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। একইভাবে বিমান দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। কংগ্রেস সাংসদ দ্বিগবিজয় সিং প্রশ্ন তোলেন, যে সংস্থার বিমান তিন বছর আগে মুম্বাইতে দুর্ঘটনায় পড়েছিল তাতেই কেন সওয়ার রাজ্যের উপমুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় কেন সুপ্রিম নজরদারিতে তদন্ত: স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রীর

এনসিপি প্রধান অজিত পাওয়ারের মৃত্যুতে পারিবারিকভাবে বিভেদ ঘুচে যাওয়ার একটি ছবিও তৈরি হয়েছে। যেখানে শারদ পাওয়ার সস্ত্রীক সাক্ষাৎ করেছেন অজিত পাওয়ারের স্ত্রী সাংসদ সুনেত্রা পাওয়ারের সঙ্গে। দাদার মৃত্যুতে বৌদি সুনেত্রার পাশে দাঁড়িয়েছেন এনসিপি সাংসদ সুপ্রিয়া শুলে। অর্থাৎ এনসিপি-এর দুই গোষ্ঠী যে কাছাকাছি এসেছে তারও প্রমাণ মিলেছে পাওয়ারের মৃত্যুর দিনই।

spot_img

Related articles

মেটিয়াবুরুজে উপচে পড়া ভিড়! সেবাশ্রয়-২ শিবিরের হালহকিকত খতিয়ে দেখলেন অভিষেক 

ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে চলছে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবির। বুধবার ডায়মন্ড হারবারের মেটিয়াবুরুজের আকড়া...

আনন্দপুর অগ্নিকাণ্ডে উদ্ধার আরও দেহাংশ! উদ্বেগ বাড়ছে নিখোঁজ পরিবারগুলির

আনন্দপুরের জোড়া গোডাউন অগ্নিকাণ্ডে (Massive Fire in Anandapur) এখনও চলছে উদ্ধার কাজ। বুধবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১-তে।...

BSL: প্রথম পর্বের সেমিতে জয় পেল নর্থ ২৪ পরগনা,হাওড়া হুগলি ওয়ারিয়র্স

শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগে(Bengal Super League) বুধবার ছিল সেমিফাইনালের প্রথম লেগ। ইস্টবেঙ্গল মাঠে, প্রথম সেমিফাইনালে মুখোমুখি জেএইচআর...

বাংলায় স্বৈরাচারী বিজেপি ঢুকতে দেব না: সিঙ্গুরের জনসভা থেকে গর্জন তৃণমূল সভানেত্রীর

মণীশ কীর্তনিয়া, সিঙ্গুর SIR থেকে বাংলার বঞ্চনা, পরিযায়ী বাংলাভাষী শ্রমিকদের মারধর- সব বিষয় নিয়েই বুধবার সিঙ্গুরের (Singur) সভা থেকে...