Thursday, January 29, 2026

মুখোমুখি দেব-জিৎ, বাংলা ছবির প্রথম ৬ মাসের সিনে ক্যালেন্ডার প্রকাশ স্ক্রিনিং কমিটির 

Date:

Share post:

ইমপার (eastern India motion pictures association) অফিসে আয়োজিত স্ক্রিনিং কমিটির মিটিংয়ে খোশ মেজাজে গোটা টলিউড (Tollywood)। বুধবারের ছবিটা নিঃসন্দেহে মন ভালো করে দিতে পারে বাংলা ছবির দর্শকদের। এক টেবিলে বসে গল্প করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee), জিৎ (Jeet), দেব (Dev )এমনকি হাজির ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta)। শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিং রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের খ্যাতনামীদের সঙ্গে বসে ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Priya Sengupta)এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) কথাবার্তা এবং আলোচনার পর প্রকাশ্যে এলো বাংলা ছবির আগামীর ছয় মাসের সিনে ক্যালেন্ডার। বৈঠক শুরুর আগে পদ্মশ্রী প্রসেনজিৎকে সম্মাননা জ্ঞাপন করা হয়। মিটিংয়ে দেব হাজির হতেই তিনি বসেন স্বরূপ ও নিসপালের মাঝে। ঋতুপর্ণার সঙ্গে খোজ মেজাজে আড্ডা দেন পিয়া। এই প্রথম স্ক্রিনিং কমিটির মিটিংয়ে একসঙ্গে দেব (Dev)ও জিৎ (Jeet)। দুজনের খুনসুটি দেখে সোশ্যাল মিডিয়ায় ‘দুই পৃথিবী’ নস্টালজিয়া ফিরেছে। জানা গেছে, একসঙ্গে নয় বরং আলাদা আলাদা ভাবেই আগামী অক্টোবরের সিনে পর্দার অন্যতম আকর্ষণ হতে চলেছেন দুই সুপারস্টার। যদিও কমিটির মিটিং-এ সেই সংক্রান্ত কোনও ঘোষণা হয়নি।

পিয়া সাংবাদিকদের বলেন, “আমরা ৬ মাসের বাংলা সিনে ক্যালেন্ডার বার করছি। জানুয়ারি শেষ। তাই ক্যালেন্ডার শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে। ওই দিন মুক্তি পাবে স্টু়ডিয়ো ব্লটিং পেপার-এর ছবি ‘মন মানে না’। ২১ ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়ার ছবি। ইদে এখনও পর্যন্ত কোনও ছবিমুক্তি নেই। ওই দিন যিনি চাইবেন, তিনিই ছবি নিয়ে আসতে পারবেন। ৩ এপ্রিল প্রেক্ষাগৃহে আবার আসবে ক্যামেলিয়ার ছবি। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। বাংলা ছবি ছাড়া বাঙালির উদ্‌যাপন অসম্পূর্ণ। সেই দিক মাথায় রেখেই ওই দিন তিনটি ছবি মুক্তি পাবে। তালিকায় সুরিন্দর ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, নন্দী মুভিজ। একই ভাবে ১৫ মে আসছে ভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া, এনআইডিয়াস-এর ছবি। ২৯ মে সুরিন্দর, উইন্ডোজ, নন্দী মুভিজ তাদের ছবি নিয়ে আসবে। জানুয়ারি মাসে নির্দিষ্ট সময়ে তিনটি ছবি মুক্তি পেয়েছে। জুন মাস আপাতত ফাঁকা। ছবির তালিকা নেই।” কিন্তু পুরো মাসের তালিকা প্রকাশ করলেন না কেন? ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এ প্রশ্নের উত্তরে জানান, “আমরা সারা বছরের রান্না কি একসঙ্গে রেঁধে রাখি? সে রকমই কমিটি ধাপে ধাপে ক্যালেন্ডার সামনে আনবে।”

অভিনেতা দেব (Dev)আগেই তাঁর নিজের ক্যালেন্ডার ঘোষণা করে দিয়েছেন। স্ক্রিনিং কমিটির তরফ থেকে যে যে মাসের সিনেমা মুক্তির কথা বলা হলো সেখানে দেব (Dev) নেই। কিন্তু জুন পরবর্তী মাসের সিডিউল যখন আসবে তখন কি দেব বনাম জিৎ হওয়ার সম্ভাবনা থাকছে? বৈঠক নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাননি সাংসদ অভিনেতা। বরং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাফ জানান, “অনেক বড় বড় মাথা আছে মিটিং নিয়ে বলার জন্য। ওঁরা বলবেন।আমার ছবির ক্যালেন্ডার বলে দিয়েছি। সেই অনুযায়ী আসছি।” তবে বুধবারের বৈঠক থেকে একটা বিষয় বেশ স্পষ্ট, তা হল স্ক্রিনিং কমিটি নিয়ে যে দ্বৈরথ তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছিল, ইমপার অফিসে টলিপাড়ার উজ্জ্বল তারকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বৈঠকে অংশগ্রহণ সেই জল্পনা নস্যাৎ করে দিল। ফেডারেশন (FCTWEI) সভাপতি এই প্রসঙ্গে বলেন, “ বৈঠকে জিৎও এসেছেন। টলিউডের প্রায় প্রত্যেকে এ দিন উপস্থিত ছিলেন। কমিটির ভবিষ্যৎ কী, তা তাঁদের উপস্থিতিই বলে দিচ্ছে।” পিয়া সেনগুপ্ত জানিয়েছেন খুব শিগগিরই ফের বৈঠক হবে তখন পরবর্তী আপডেট দিয়ে বাকি মাসগুলোতে কোন সিনেমা কোন সময় রিলিজ করছে তার ক্যালেন্ডার প্রকাশ করা হবে।

spot_img

Related articles

হাজার কোটি টাকার প্রতারণা মামলায় কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে CBI হানা 

বৃহস্পতিবার সকালে সাতসকালে দক্ষিণ কলকাতায় সিবিআই হানা (CBI raid)। হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এদিন আলিপুরের নিউ...

ভেনেজুয়েলায় ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ১৫

মর্মান্তিক দুর্ঘটনা ভেনেজুয়েলার সীমান্তে (Venezuela plane crash) । ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান (Columbia flight)।...

টিনের শেড সরিয়ে দেহাংশের খোঁজ, আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১! 

আনন্দপুরে মোমো কারখানা ও ডেকোরেটার্সের গোডাউনে অগ্নিকাণ্ডের (Anandapur Fire) ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর...