SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক পড়েছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীরও(Jhulan Goswami)।

ঝুলন গোস্বামী(Jhulan Goswami)-সহ তিন ভাইবোনকেই শুনানিতে ডাকা হয়েছিল। বাবার নামের ভুল থাকার কারণে ঝুলন এবং তাঁর ভাই বোনদের ডাক পড়ে। কোথাও লেখা রয়েছে নিশীথ রঞ্জন গোস্বামী। কোথাও রয়েছে নিশীথ গোস্বামী। এই কারণে ডাকা হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে।

গত ২৭ জানুয়ারি চাকদহে SIR শুনানিতে ডাকা হয়েছিল ঝুলনকে। কিন্তু বর্তমানে মহিলাদের প্রিমিয়ার লিগ চলছে, ফলে মুম্বই ইন্ডিয়ান্স দলে কোচিংয়ে আছেন ঝুলন। নিজে যেতে পারেননি। পরিবারের সদস্যরাই ঝুলনের হয়ে হাজিরা দেন।

এর আগে মাঠ কাঁপানো তারকাদেরও এই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। ভারতীয় পেসার মহম্মদ শামি, বাংলার ক্রিকেট কোচ লক্ষীরতন শুক্লা কিংবা প্রাক্তন ফুটবলার সৈয়দ রহিম নবি থেকে শুরু করে মেহতাহ হোসেন, অলোক মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যদের ডাকা হয় শুনানিতে। গত ১২ জানুয়ারি ক্রীড়াবিদরা ভবানীপুর ক্লাবের সমানে প্রতিবাদে সামিল হন।

মাজের বিশিষ্টজনদের মতোই এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন মোহনবাগান(Mohun Bagan) ক্লাবের সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose) এবং প্রাক্তন সভাপতি টুটু বসু (Tutu Bose) এবং তাদের পরিবারের সদস্যরা।

–

–

–

–

–


