Thursday, January 29, 2026

T20 WC: বয়কট ইস্যুতে নাকভির পক্ষে নেই সমর্থন, ‘হার’ স্বীকার করা সময়ের অপেক্ষা!

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) নিয়ে বাংলাদেশকে সমর্থন জানিয়ে গর্জন করছে পাকিস্তান, কিন্তু গর্জালেও কতটা বর্ষণ হবে তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন আছে। বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য ইতিমধ্যেই বিমানের টিকিট কাটা হয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেটারদের। একটি আন্তজার্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গেই কলম্বোয় পৌঁছোবে।

বিশ্বকাপ নিয়ে বার বার অবস্থান করছে পিসিবি। প্রথমে তারা বলেছি বাংলাদেশের প্রতি অন্যায় হয়েছে। প্রথমে তারা বিশ্বকাপ বয়কটের কথা বললে এখন পিসিবি রণকৌশল পাল্টে ভারতের বিরুদ্ধে ম্য়াচ না খেলার কথা বলছে। কিন্তু বিশ্বকাপ যে তারা খেলবে তা আরও স্পষ্ট হয়ে গেল ক্রিকেটারদের বিমানের টিকিট কাটায়।

গত সোমবারই গোটা বিষয়টি নিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন মহসিন নকভি(Mohsin Naqvi)। এরপরই তিনি জানান, শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, পাকিস্তান দল নাকি ২ ফেব্রুয়ারি সোমবার টি–২০ বিশ্বকাপ(T20 World Cup) খেলতে পাকিস্তান উড়ে যাবে। ইতিমধ্যেই পাক দলের জন্য নাকি কলম্বোর বিমানের টিকিট বুক করা হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, বিশ্বকাপ বয়কট করার ব্যাপারে নকভির(Mohsin Naqvi) সমর্থনের পাল্লা একেবারেই ভারী নয়। রাষ্ট্রপতি আসিফ জারদারি, সামরিক বাহিনী এবং পিসিবির প্রাক্তন দুই চেয়ারম্যান নাজম শেঠি ও রামিজ রাজার পরামর্শ নাকি নিয়েছেন নকভি। কেউই বয়কটের পক্ষে নন।

একটি আন্তজার্তিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারি বা তার পরের দিন পাকিস্তান কোনও একটা সিদ্ধান্ত নিতে পারে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে শুধু ম্যাচ বয়কট করতে পারে। কারণ, বিশ্বকাপে পাকিস্তানের প্রথম দু’টি ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস এবং ১০ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। অঘটন না ঘটলে প্রথম দুটি ম্যাচে জয় পেলে পাকিস্তান সুপার এইটে ওঠা নিশ্চিত করে ফেলতে পারে, তা হলে ভারতের বিরুদ্ধে ম্যাচটি তারা বয়কট করতে পারে। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে।

spot_img

Related articles

সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও ধাক্কা শুভেন্দুর, নবান্নের সামনে ধর্নায় মিলল না অনুমতি

সিঙ্গল বেঞ্চের পরে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চেও ধাক্কা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu...

সামসেরগঞ্জে শ্যুটআউট! খুন হলেন যুব হোটেল মালিক

রাতের অন্ধকারে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হোটেল ব্যবসায়ী। বুধবার রাতে জাতীয় সড়কের ধারের একটি হোটেলে ঢুকে...

দিঘায় বেড়াতে এসে মহিলার রহস্যমৃত্যু, গ্রেফতার ৩

দিঘায়(Digha) বেড়াতে এসে রহস্যমৃত্যু এক পর্যটক মহিলার। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ঝরনা পৈলান, বয়স ২৭। দিঘা থানা...

ভোটের আগেই গ্রুপ C-গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষা

ভোটপর্ব ঘোষণার আগেই গ্রুপ C-গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন(SSC)। রাজ্য স্কুল শিক্ষা...