হাড় কাঁপানো ঠান্ডা হয়তো আর ফিরবে না, কিন্তু তাই বলে এক্ষুনি লেপ কম্বল গুটিয়ে ফেলার সময়টাও আসেনি, এমনই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিনে হালকা কুয়াশার সম্ভাবনার কথা জানা গেছে। পাশাপাশি বৃষ্টি ও তুষারপাত (Rain and Snowfall) হতে পারে দার্জিলিংয়ে (Darjeeling)। কিন্তু তার প্রভাব কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পড়বে? আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)কথা অনুযায়ী, সেই সম্ভাবনাও ক্ষীণ। তাই বলে শীতের ইনিংস এক্ষুনি শেষ হচ্ছে না।

টিনের শেড সরিয়ে দেহাংশের খোঁজ, আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ২১!

সকাল ও রাতে হালকা শীত (Winter) অনুভূত হলেও, দিনের বেলায় উপস্থিতি তেমনভাবে টের পাওয়া যাবে না। বেলা বাড়লে রোদের দেখা মিলতেই বেশ আরামদায়ক আবহাওয়া তৈরি হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই আমেজ বজায় থাকবে দক্ষিণবঙ্গে।আগামী কয়েক দিনে শহর কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস। শনিবার পর্যন্ত ভোরের দিকে একাধিক জেলায় হালকা, আবার কোথাও কোথাও মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের উঁচু এলাকার জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১- ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

–

–

–

–

–

–

–
–


