
মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন। পকেটের স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ নেই।


বৃষ: লক্ষ্মী আজ আপনার প্রতি সদয়। মনের কোণে আধ্যাত্মিক ভাব জাগতে পারে। বইখাতার সঙ্গে যাঁদের মিতালি, তাঁদের জন্য আজ দিনটি বেশ উজ্জ্বল।


মিথুন: হঠাৎ কোনো সারপ্রাইজ বা দামি উপহারে মনটা খুশি হয়ে যেতে পারে। শরীর ঠিক থাকলেও মনের ভেতরে ছটফটানি বাড়তে পারে; একটু শান্ত থাকার চেষ্টা করুন।


কর্কট: ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে আজ। কাজের জায়গায় বস খুশি হবেন। তবে পড়ুয়ারা আজ একটু সাবধানে থেকো, মনসংযোগে বিঘ্ন ঘটতে পারে।


সিংহ: বিদ্যার দেবী সহায় থাকলেও কুবেরের বিষয়ে আজ একটু রাশ টানুন। হঠকারী বিনিয়োগে লোকসান হতে পারে। সাবধানে হাঁটাচলা করবেন, চোট পাওয়ার ভয় আছে।


কন্যা: পড়াশোনার রেজাল্ট বা গবেষণায় ভালো খবর আসতে পারে। ব্যবসার হালখাতায় আজ স্থিতিশীলতা দেখা দেবে। চাকা ঘুরছে প্রগতির দিকেই।


তুলা: সমাজে আজ আপনার নাম-ডাক বাড়বে। অর্থাগম ভালোই হবে, তবে নিজের শরীরটাকে একদম অবহেলা করবেন না। সাবধানের মার নেই।


বৃশ্চিক: রোজগারের পাল্লা আজ ভারী থাকবে। অফিসের টেবিলে আপনার গুরুত্ব বাড়বে, তবে ব্যবসায়িক ডিলগুলো আজ কিছুটা ঝুলে থাকতে পারে। ধৈর্য ধরুন।


ধনু: পরের উপকারে বা দান-ধ্যানে আজ হাত খোলা থাকবে আপনার। সরস্বতীর কৃপা আপনার ওপর থাকলেও, লিভার বা পেটের সমস্যায় ভুগতে হতে পারে। মশলাদার খাবার এড়িয়ে চলুন।


মকর: আজকের দিনটি আপনার জন্য সাফল্যের ‘ক্যাপসুল’। আয় বাড়বে লাফিয়ে লাফিয়ে। বিশেষ করে ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল লাইনের লোকেদের জন্য আজ বাম্পার দিন। কিন্তু পেটের খেয়াল রাখবেন।

কুম্ভ: অফিসে আজ আপনারই জয়জয়কার! সুনাম ও সাফল্য দুই-ই মিলবে। খরচ একটু বাড়তে পারে, তবে দিনশেষে মনের শান্তির জন্য ধর্ম বা দর্শনে মন দিতে পারেন।

মীন: বিদ্যার্থীরা আজ মাঠ কাঁপাবেন। কেরিয়ারের গ্রাফ উপরের দিকেই থাকবে। পুরনো কোনো মামলা বা বিবাদ থাকলে আজ তার ফয়সালা আপনার পক্ষেই যেতে পারে।
আরও পড়ুন – কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল


