দালাল স্ট্রিটে রক্তক্ষরণ অব্যাহত। বাজেটের আগেই বড়সড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার(Share Market)। শুক্রবার, বিশ্ববাজারের নেতিবাচক সংকেত এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে বড় পতন দেখা দিয়েছে দালাল স্ট্রিটে। বাজার খুলতেই হু হু করে নামতে থাকে সেনসেক্স( Sensex)ও নিফটি ৫০ সূচক।

এদিন সকালে সেনসেক্স( Sensex )৬১৯.০৬ সূচক পড়ে দাঁড়ায় ৮১,৯৪৭.৩১। নিফটি ৫০ নেমে আসে ১৭১.৩৫ পয়েন্ট কমে ২৫,২৪৭.৫৫। তবে দুপুর সাড়ে ১২টা নাগাদ সেনসেক্স ৮২,১৮০.৯৯, অর্থাৎ ৩৮৫.৩৮ পয়েন্ট কম। অথবা মাইনাস ৪৭ শতাংশ ক্ষতির মুখে পড়ে। অন্যদিকে, নিফটি ৫০ সামান্য উন্নতি করে দাঁড়ায় ২৫,২৯৯.৪০। অর্থাৎ ১১৯.৫০ পয়েন্ট পড়ে মাইনাস ০.৪ শতাংশ ক্ষতিতে পৌঁছয়।

শেয়ার বাজারের(Share Market) পাশাপাশি এদিন উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় টাকার মান। ২৯ জানুয়ারি, ডলারের বিপরীতে টাকার দাম ০.১৭% কমে গিয়ে ৯১.৯৫-এ দাঁড়ায়, যা এখন পর্যন্ত টাকার সর্বকালের সর্বনিম্ন মান। শুক্রবার সকালেও মার্কিন ডলার ইনডেক্স ০.৪৩% বেড়ে ৯৬.৫৭-এ অবস্থান করছে, যা টাকার ওপর আরও চাপ সৃষ্টি করছে।

শুক্রবার সকালে এমসিএক্সে সোনা ও রুপোর দামে ৪ শতাংশ পর্যন্ত পতন দেখা যায়। এপ্রিল ফিউচারে এমসিএক্স সোনার দাম শুরু হয় ১.৮৮ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ১,৮০,৪৯৯ টাকায়। আগের দিন বন্ধ হয়েছিল ১,৮৩,৯৬২ টাকায়। বৃহস্পতিবার সোনা সর্বকালের রেকর্ড ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছেছিল। এদিন রুপোর দাম নতুন রেকর্ড ৪,২০,০৪৮ টাকায় পৌঁছেছিল।

শেয়ার বাজার (Share Market)বিশেষজ্ঞদের মতে, বাজেটে কর কাঠামো বা নতুন কোনও নীতি ঘোষণার আশঙ্কায় অনেক বিনিয়োগকারী বর্তমানে Wait and Watch নীতি গ্রহণ করেছেন, যার সরাসরি প্রভাব পড়ছে সূচকের ওপর।

–

–

–

–

–
–
–


