আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার ‘ওয়াও মোমো’র (Wow Momo) ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারকে নিজেদের হেফাজতে দিল নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। ধৃতরা হলেন ম্যানেজার মনোরঞ্জন শীট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। নিখোঁজদের পরিবার ও দমকলের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে। রবিবার ভোররাতের ঘটনার পরে মঙ্গলবার নরেন্দ্রপুরের এলাচি থেকে গ্রেফতার হন ডেকরেটর্স কারখানার মালিক গঙ্গাধর দাস (Gangadhar Das)। বুধবার তাঁকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনার দিন কারখানা ও গুদামের দায়িত্বে কারা কারা ছিলেন এবং কতজন সেখানে কাজ করছিলেন এইসব তথ্য জানার চেষ্টা চলছে।

শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ অন্তত ২৭ জনের সন্ধান চলছে।বুধবার রাত থেকেই নাজিরাবাদের ঘটনাস্থলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা।দুটি স্তরে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। আজ সকাল দশটার পর ফের ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হবে। নিহতদের সঠিক পরিচয় জানতে ডিএনএ ম্যাপিং করার কাজ শুরু হয়েছে।

–

–

–

–

–

–

–

–


