দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আপাতত রেকর্ড পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের (South Bengal weather) জেলায় জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। আগামী সাতদিন এরকম আবহাওয়ায় বজায় থাকবে বলে মনে করছে হাওয়া অফিস।

উত্তরে দার্জিলিঙে তুষারপাতের (Snowfall) সম্ভাবনা, হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।মূলত পরিষ্কার আকাশ। রোদ উঠলেই শীতের আমেজ কমতে শুরু করবে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

–

–

–

–

–

–

–

–


