Saturday, January 31, 2026

বাংলাকে ১০ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহর! শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

ভোট এলেই বাংলার পরিযায়ী বিজেপির রাজনীতিকরা বাংলার বিভিন্ন প্রান্তে এসে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রায় ১৫ দিন পরপর বাংলায় এসে একের পর এক বার্তা দিচ্ছেন যার কোনও প্রমাণ যদিও তিনি দিচ্ছেন না। এবার বাংলার দুই সভা থেকে তিনি বাংলাকে ১০ লক্ষ কোটি কেন্দ্রীয় অনুদান (central fund) দেওয়ার দাবি করেন। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister) পর্যন্ত বাংলার বকেয়া আদায়ের জন্য দিল্লিতে যাচ্ছেন, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রীর (Home Minister) এই দাবিকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দাবি করলেন, ২০২১ সালের পর থেকে কেন্দ্র কী দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক।

শনিবার ব্যারাকপুর ও শিলিগুড়িতে দুটি সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুই জায়গা থেকেই তিনি দাবি করেন, নরেন্দ্র মোদি বাংলার উন্নয়নের জন্য সবরকম চেষ্টা করেছে। বাংলায় ১০ লক্ষ কোটি টাকা পাঠিয়েছেন। কংগ্রেসের সরকারকে যখন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) সমর্থন করতেন তখন তারা ২ লক্ষ কোটি টাকা পাঠিয়েছিল। আর মোদিজি ১০ লক্ষ কোটি পাঠিয়েছে। বারোটি রেল উপহার দিয়েছেন।

বাস্তবে ব্যারাকপুরের সভায় তিনি প্রমাণ করার চেষ্টা করেন, বাংলার জন্য কেন্দ্রের মোদি সরকার যে উন্নয়নমূলক কাজ করেছেন, তা বাংলার জন্য উপহার। কেন্দ্রের থেকে বাংলার ন্যায্য পাওয়া যেন সেগুলি নয়। অন্যদিকে উত্তরবঙ্গে দাবি করার চেষ্টা করেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের থেকে কেন্দ্রের মোদি সরকার উত্তরবঙ্গের জন্য বেশি অর্থ বরাদ্দ করেছে। রাজ্যের ৫৬১ কোটি টাকা বরাদ্দের হিসাব তিনি পেশ করেন। যদিও কেন্দ্র কত বরাদ্দ করেছে তার হিসাব তিনি পেশ করতে পারেননি। তবে দাবি করেন, ২০২৬-এ বাংলায় জিতলে বাংলার বর্তমান প্রশাসনের থেকে অন্তত ১ টাকা বেশি বরাদ্দ করবেন তাঁরা।

তবে যে ১০ লক্ষ কোটি দেওয়ার দাবি শাহ (Amit Shah) করেন, তাকেই চ্যালেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)। তিনি চ্যালেঞ্জ জানান, শ্বেতপত্রটা প্রকাশ করুক। ১০ লক্ষ কোটি টাকা কী খাতে দেওয়া হয়েছে। গত ১২ বছরে যবে থেকে ক্ষমতায় এসেছে বাংলা থেকে কত টাকা নিয়ে গিয়েছে। আমি ৭ বছরের একটি পরিসংখ্যান পেশ করেছি। সেখানে বাংলার মাটি থেকে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে সাড়ে ৬ লক্ষ কোটি টাকা নিয়ে গিয়েছে।

হিসাব পেশে ব্যর্থ শাহকে পাল্টা হিসাব তুলে ধরেন অভিষেক। তিনি দাবি করেন, আপনি কোথায় কত টাকা দিয়েছেন? ২০২১-এ নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন। কটা ১০০ দিনের কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছেন – শ্বেতপত্রটা প্রকাশ করুন। ১০ লক্ষ কোটি না, ২০২১ থেকে ২৬ পাঁচ বছরে ১০ পয়সার হিসাব দিন।

আরও পড়ুন : বাংলায় আগুন রাজনীতি শাহর: বিজেপি রাজ্যে ক্ষতিপূরণ কোথায়, দ্বিচারিতা স্পষ্ট করলেন ব্রাত্য

আদতে বাংলার দরিদ্র মানুষের ন্যায্য থেকে বঞ্চনা করা বিজেপির পিঠ বাঁচাতে শাহ যে দাবি করেছেন তার কোনও সপক্ষে তথ্য তিনি এদিন দেননি। উত্তরবঙ্গের চা শ্রমিকদের জমির অধিকার দেওয়া নিয়েও তিনি দাবি করেন, জমির অধিকার দেওয়ার বদলে দেশলাই বাক্সের মতো বাড়ি দিয়েছে মমতার সরকার। উল্টে বাংলাকে যে টাকা দেওয়ার দাবি করেছেন শাহ, তার মিথ্যাচার ফাঁস করে অভিষেক তথ্য পেশ করেন, মানুষের জলের টাকা এরা আটকে রাখে। জলজীবন মিশনে ২৫০০ কোটি টাকা এবছর আটকে রেখেছে। জল এরা দেয় না।

spot_img

Related articles

হাওড়া জগৎবল্লভপুর বিধানসভায় সেবাশ্রয় শিবির, প্রথম দিনেই উপচে পড়া ভিড় 

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) 'সেবাশ্রয়' (Sebaashray) কর্মসূচি ডায়মন্ড হারবার, নন্দীগ্রামের পর এবার পৌঁছে...

বয়স থেকে বাবার নাম: লজিকাল ডিসক্রিপেন্সিতে শুনানি হাজিরা মিমির

বাংলায় যে লজিকাল ডিসক্রিপেন্সির অজুহাত তৈরি করেছে নির্বাচন কমিশন (Election Commission), তার জেরে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এমনকি...

নন্দনে শুরু চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, আকর্ষণে মেসি–মারাদোনা

কলকাতার নন্দনে (Nandan) আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব...

বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার: চোট পেয়ে আউট কামিন্স, ব্রাত্য স্মিথও!

অ্যাশেজের সেই পুরনো পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) থেকে ছিটকে গেলেন...