মধ্যরাতে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি(Kulpi) থানার অন্তর্গত ছামনাবনি গ্রামে। স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়িতে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ(Blust) ঘটে। বিস্ফোরণ এতটাই তীব্রতর ছিল যে গাড়িটি্ ব্যাপকভাবে ক্ষতি হয়। শুধু তাই নয় গাড়িটি একটি অ্যাসবেস্টসের শেডের নিচে রাখা ছিল সেই ছাউনিও ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতির তরজা।

স্থানীয় তৃণমূল নেতা কুতুবউদ্দিন বলেন, “গতকাল রাত ১টা নাগাদ বিস্ফোরণ(Blust) হয়। তীব্র বোমার আওয়াজ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লোকজন আমার কাছে ছুটে আসে। তারা জানায় গোটা বিষয়টি আমাকে। আমি এসে দেখলাম, দোকান ও গাড়ি তছনছ হয়ে গিয়েছে। বোমাটি এখানে লাগানো হয়েছিল। এর আগেও আমার বাড়িতে একবার বোমাবাজি হয়েছিল। প্রমাণ হয়েছিল। যারা করেছিল, ভুল স্বীকার করেছিল।”

এখানেই থেমে না থেকে তিনি আরও অভিযোগ করেন, , “যারা বিস্ফোরণ ঘটিয়েছে, তারা আইএসএফ, কংগ্রেস করে। আমরা চাইছি, যারা করেছে, তাদের খুঁজে বের করতে হবে।”ভোটের আগে এভাবে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

পুলিশ ঘটনাস্থলে আসে ,গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। গাড়িতে বিস্ফোরণ কীভাবে হল, তা খতিয়ে দেখছে। এখনই এই বিস্ফোরণের কারণ নিয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি।

গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে।

–

–

–

–

–

