Saturday, January 31, 2026

হাওড়া জগৎবল্লভপুর বিধানসভায় সেবাশ্রয় শিবির, প্রথম দিনেই উপচে পড়া ভিড় 

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘সেবাশ্রয়’ (Sebaashray) কর্মসূচি ডায়মন্ড হারবার, নন্দীগ্রামের পর এবার পৌঁছে গেল হাওড়া জেলায়। সকলের সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে জগৎবল্লভপুর বিধানসভায় দুদিনব্যাপী এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্বোধন করলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় ও স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা চৌধুরি, কল্যাণ ঘোষ, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র (Kailash Mishra), জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূলের সভাপতি সুবীর চট্টোপাধ্যায়-সহ (Subir Chatterjee) দলের আরও অনেকে।৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি অর্থাৎ শনি ও রবিবার এই স্বাস্থ্য পরিষেবা শিবিরে ডাক্তার দেখানোর পাশাপাশি, প্যাথলজিক্যাল পরীক্ষা ও প্রয়োজনে অন্যত্র রেফার করার সুব্যবস্থা করা হয়েছে। প্রথম দিন সকাল দশটায় সেবাশ্রয় ক্যাম্পের রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগে থেকেই দূর দূরান্তের মানুষের ভিড় জমতে শুরু করে। সকলেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিচ্ছেন। সুবীর চট্টোপাধ্যায় অত্যন্ত তৎপরতার সঙ্গে গোটা বিষয়টি নজর রাখেন। প্রস্তুতি পর্ব থেকে শুরু করে শিবিরে পর্যাপ্ত ওষুধ কিংবা রোগীদের সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে কিনা সেই খুঁটিনাটির দিকে লক্ষ্য রাখেন কৈলাস মিশ্র।যেভাবে ডায়মন্ড হারবার থেকে শুরু হওয়া এই ভাবনা আজ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে তার প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

এই শিবিরের উদ্বোধন করে অরূপ রায় (অরূপ Roy) ও স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবির করে অগণিত মানুষকে নিখরচায় আধুনিক চিকিৎসা দেওয়ার যে ব্যবস্থা চালু করেছিলেন তাকেই অনুসরণ করে জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূলের উদ্যোগে এই সেবাশ্রয় শিবির চালু করল। যা প্রশংসনীয় উদ্যোগ। আগামিদিনে রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এই ধরনের সেবাশ্রয় শিবির করা হবে।’ মানুষকে ভালো রাখতে একের পর এক উদ্যোগ নিচ্ছে রাজ্যের শাসকদল। একদিকে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী কার্ড ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা সুযোগ দিচ্ছে বাংলার মানুষকে, অন্যদিকে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবার জন্য সেবাশ্রয় শুরু করেছেন অভিষেক। এই হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতি বলেন, সরকার সাধারণ মানুষের কথা ভেবে সব ধরনের সুযোগ-সুবিধা করে দেওয়ার পরও যেটুকু বাকি থেকে যায় সেই কাজটা তৃণমূলের সৈনিকরা করছে। জগৎবল্লভপুরে এই কর্মসূচি তারই অংশ। কৈলাস মিশ্র বলেন, “এসআইআরের নামে মানুষকে অসুস্থ করে দিচ্ছে বিজেপি আর কমিশন। আর উল্টোদিকে ‘সেবাশ্রয়’ করে মানুষকে সুস্থতার পথে এগিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এর থেকেই বোঝা যায় কারা বাংলার মানুষের ভালো চায়।”

জগৎবল্লভপুরের সেবাশ্রয় ক্যাম্প থেকে কার্ডিওলজি, গ্যাস্ট্রলজি, ডেন্টাল, জেনারেল মেডিসিন, গাইনোকোলজির চিকিৎসা করার জন্য অন্তত কুড়িটি বিভাগ রাখা হয়েছে । অন্যতম উদ্যোক্তা সুবীর চট্টোপাধ্যায় জানান এখানে বিনামূল্যে ওষুধ দেওয়ার পাশাপাশি যদি কোন ওষুধ না থাকে সেক্ষেত্রে প্রেসক্রিপশন নিয়ে সেই ওষুধ আনিয়ে দেওয়ার কাজও চলছে। যেভাবে মানুষের ঢল নেমেছে তাতে আগামীতে এই শিবিরের সুচি এবং পরিধি দুটোই বাড়ানো হবে বলে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।

spot_img

Related articles

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ভাবনা আলিয়ার!

ইন্সটা হ্যান্ডেল থেকে আগেই সরিয়ে ফেলেছেন মেয়ের ছবি, এবার সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে সরানোর ভাবনা চিন্তা করছেন আলিয়া...

ধর্ম খুঁজে হামলা বিজেপি রাজ্যে: স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ দাবি কাশ্মীরের ছাত্র সংগঠনের

সাম্প্রদায়িক বিভাজন যে বিজেপির দেশ চালানোর একটি বড় এজেন্ডা, তা বারবার তুলে ধরেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলার...

আনন্দপুরের গোডাউনে আগুন লাগার ঘটনায় বারুইপুর এসপির নেতৃত্বে SIT গঠন

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট...

আইএসএলের আগে মাঝমাঠের শক্তি বাড়াল ইস্টবেঙ্গল

দুয়ারে আইএসএল। জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল(East Bengal)। আইএসএল শুরুর আগে দলের মাঝমাঠকে আরও শক্তিশালী করল...