Saturday, January 31, 2026

সেন্সর জটিলতায় থালাপতির বিদায়ী ছবি, সুপ্রিম কোর্টে প্রস্তুত CBFC

Date:

Share post:

থালাপতি বিজয়ের (Thalapati Vijay) বিদায়ী সিনেমা ‘জন নয়গন’ (Jana Nayagan) নিয়ে সেন্সর জট যেন কাটছেই না। উল্টে প্রতি পদে বাড়ছে আইনি জটিলতা। মুক্তির দিন পিছিয়ে যাওয়ার পর এবার বিষয়টি পৌঁছতে চলেছে সুপ্রিম কোর্টে(Supreme Court)। আগাম সতর্কতায় সেন্সর বোর্ড (CBFC) শীর্ষ আদালতে ক্যাভিয়েট (Caveat)দাখিল করেছে, যাতে তাদের বক্তব্য না শুনে কোনও নির্দেশ না দেওয়া হয়। ফলে বিজয়ের এই বহুচর্চিত সিনেমা যে আপাতত আইনি বিপাকেই আটকে থাকছে, তা স্পষ্ট। আরও পড়ুন: স্কটিশ চার্চ কলেজের ছাত্রীর রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

২৭ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের(Madras High Court) ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ স্থগিত করে দেয়। আদালতের দাবি— CBFC-কে তাদের বক্তব্য জানানোর যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি,পাশাপাশি প্রযোজকের আবেদনেও ছিল বেশকিছু আইনি ত্রুটি । তাই আদালতের মতে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ যুক্তিযুক্ত নয়। ফলে মামলাটি ফের সিঙ্গেল বেঞ্চে পাঠানো হয়েছে নতুন করে শুনানির জন্য।

ঘটনার সূত্রপাত ছবির সেন্সর সার্টিফিকেশন (Censor Certification) নিয়ে। প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনসের (KVN Production) দাবি, গত ডিসেম্বরেই CBFC ১৪ টি দৃশ্য বাদ দেওয়ার শর্তে ছবিটিকে UA 16+ সার্টিফিকেট দেওয়ার কথা জানায়। সেই শর্ত মেনে নেওয়ার পরও বোর্ডের তরফে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। অথচ ছবির মুক্তির দিন ছিল ৯ জানুয়ারি। বাধ্য হয়েই প্রযোজকরা ৫ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তখন CBFC-কে ছবিটিকে UA সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়।

এই অবস্থাতেই CBFC সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এই মামলায় কোনও আবেদন এলে তাদের বক্তব্য শোনা বাধ্যতামূলক হোক। অন্যদিকে সূত্রের খবর, প্রযোজনা সংস্থাও শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ডিভিশন বেঞ্চের রায়ের ফলে পুরো সার্টিফিকেশন প্রক্রিয়া কার্যত আবার শুরুর জায়গায় ফিরে গেছে।

CBFC-র বক্তব্য, ছবির কিছু দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে—এমন একটি অভিযোগ তারা পেয়েছে। সেই অভিযোগ যাচাই করতেই সময় লাগছে। তবে প্রযোজকদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, প্রয়োজনীয় কাট মেনে নেওয়ার পরও বোর্ড অযথা দেরি করছে, যার জেরে নির্ধারিত দিনে ছবি মুক্তি পায়নি।

‘জন নয়গন’ শুধু আর পাঁচটা ছবি নয়। এই ছবিকেই থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে পুরোপুরি মন দেওয়ার আগে সিনেমা জগতকে বিদায় জানানোর জন্য তিনি এই ছবিকেই বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। এইচ ভিনোথ পরিচালিত ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে প্রমুখ।

তিন সপ্তাহে তিন দফা শুনানি হলেও এখনও পর্যন্ত সেন্সর সার্টিফিকেট মেলেনি। ফলে কবে প্রেক্ষাগৃহে আসবে ‘জন নয়গন’, তা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। আর সেই অনিশ্চয়তার মাঝেই আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত শেষ ছবি।

spot_img

Related articles

বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত! মমতার দাবিতে শিলমোহর অজিত-শারদ ভিডিওতে

মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মৃত্য়ুর পরে বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছিলেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ভাবনা আলিয়ার!

ইন্সটা হ্যান্ডেল থেকে আগেই সরিয়ে ফেলেছেন মেয়ের ছবি, এবার সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে সরানোর ভাবনা চিন্তা করছেন আলিয়া...

ধর্ম খুঁজে হামলা বিজেপি রাজ্যে: স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ দাবি কাশ্মীরের ছাত্র সংগঠনের

সাম্প্রদায়িক বিভাজন যে বিজেপির দেশ চালানোর একটি বড় এজেন্ডা, তা বারবার তুলে ধরেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলার...

আনন্দপুরের গোডাউনে আগুন লাগার ঘটনায় বারুইপুর এসপির নেতৃত্বে SIT গঠন

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট...