বিদায়ের পথে শীত। জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই শীতের(Winter) দাপট কমছ সঙ্গে তাপমাত্রার পারদ বাড়ছে। দক্ষিণবঙ্গে শনিবার সামান্য কমলো তাপমাত্রা। আজ শহরের তাপমাত্রা ২২ ডিগ্রি। ফেব্রুয়ারির শুরুতে, অর্থাৎ আগামী সপ্তাহে ফের চরবে পারদ। তবে সকাল আর রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে ৷

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই দিন মোটামুটি হালকা মেঘলা থাকবে আকাশ। আর তার কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝাই আকাশ মেঘলা করছে। পাশাপাশি বাড়াচ্ছে তাপমাত্রা বলে মনে করছে আবহাওয়া(Weather) দফতরের বিশেষজ্ঞরা।

আলিপুর আবহাওয়া(Weather) দফতর সূত্রে খবর, জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। একই চিত্র দেখা যাবে উত্তরবঙ্গেও। শুধু তা-ই নয়, দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে! হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও।

কিন্তু বেলা বাড়লেই কার্যত শীত উধাও হয়ে যাচ্ছে। হালকা গরম থাকছে। স্বাভাবিক বা তার উপরে দিন ও রাতের তাপমাত্রা থাকছে। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে। তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার ওঠানামা।

দক্ষিণের পর আসা যাক উত্তরবঙ্গের কথায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই কুয়াশার দাপট থাকছে। মূলত পরিষ্কার আকাশ।

