শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল হয়েছে। তবে সেই রদবদলের রেশ অব্যাহত শনিবারেও। এমনকি শুক্রবার রদবদলের পরে ফের সেই পদাধিকারীদেরও রদবদল হল শনিবার।

শনিবার যেসব পদে ফের রদবদল:
অমিত জাভালগি – আইজি, বারাসত
অলোক রাজোরিয়া – ডিআইজি, বর্ধমান
প্রতীক্ষা ঝরখরিয়া – এসপি, দার্জিলিং
বিদিশা কলিঠা – এসপি, বনগাঁ
বিশ্ব চাঁদ ঠাকুর – এসপি, সুন্দরবন
প্রিয়ব্রত রায় – এসপি, বারাসত
যশপ্রীত সিং – ডিসি, ইস্ট কলকাতা
অম্লান কুসুম ঘোষ – ডিসি, উত্তর হাওড়া
অমিত ভার্মা – ডিসি, ইএসডি কলকাতা
চারু শর্মা – ডিসি, যাদবপুর ডিভিশন
ধৃতিমান সরকার – এসপি, মুর্শিদাবাদ
জ্যোতির্ময় রায় – ডিসি, নিউটাউন, বিধাননগর

আরও পড়ুন : IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

এর পাশাপাশি বেশ কিছু পদে রদবদল হয়। সব মিলিয়ে শনিবার রদবদল হল ২৭ আইপিএস (IPS) পদাধিকারীর। এর মধ্যে একদিকে যেমন দক্ষিণে সুন্দরবন রয়েছে, তেমনই উত্তরে দার্জিলিংয়েও পুলিশ সুপার বদল হল।

–

–

–

–

–

–


