“আনন্দম্” সংস্থার দ্বিতীয় বার্ষিকী। বিধাননগরে রবীন্দ্র ওকাকুরা হলে দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান। গানে মাতিয়ে দিলেন ডাঃ অশোক রায়। তা ছাড়াও শ্রুতিনাটক, আবৃত্তি, নৃত্য। সুপরিকল্পিত অনুষ্ঠান। সংগঠনে সোমা প্রমুখ। সংগৃহীত অর্থ তাঁরা দিলেন কলকাতা ফেস্টিভাল ক্লাবকে। তাদের সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যে স্কুল রয়েছে, তার উন্নয়নে। সেখানে গিয়ে একদিন পড়ুয়াদের সঙ্গে থাকবেন সবাই।
