খুঁটি পুজো হয়ে গেল খিদিরপুর ভারতী সম্মিলনীতে

খিদিরপুর ভারতী সম্মিলনীর তরফ থেকে খুঁটি পুজো করা হয়েছিল। রবিবার খিদিরপুরের দূর্গাদাস লেনে আয়োজিত খুঁটি পুজো খুব ধুমধাম করে পালন করা হয়েছে। পুজো কমিটি গত 68 বছর ধরে পুজোর আয়োজন করে আসছে। এই খুঁটি পুজো সব নিয়ম রীতি মেনে পালন করা হয়েছে। এই অনুষ্ঠানে কাউন্সিলর ষষ্ঠী দাস, আরজে অভিষেক, সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, রবি কুমার সাহা, কুশল রায়, অভিষেক সানকি, কমলেশ চৌধুরী, রবীন চক্রবর্তী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-দেশকে প্লাস্টিকমুক্ত করার ডাক মোদির