এশিয়া আর ইউরোপের ভৌগলিক অবস্থান নিয়ে এ কি বললেন ইমরান খান?

এর আগে বহুবার কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। এবার তার বক্তব্যে ঘুচে গেল এশিয়া-ইউরোপের 9 হাজার কিলোমিটারের দুরত্ব।

সম্প্রতি এক শিল্পপতি আনন্দ মহিন্দ্রা তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ইমরান খানের ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান বলছেন, ‘দু’টো দেশ যত বেশি নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াবে, দু’দেশের মধ্যে সম্পর্ক তত ভাল হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত জার্মানি আর জাপান লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। কিন্তু এখন জাপান আর জার্মানির সীমান্তে যৌথ শিল্প-কারখানা রয়েছে। যেহেতু এখন দু’দেশের অর্থনীতি একই বিষয়ের উপর নির্ভর করছে, তাই তারা কখনওই একে অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না।’ ইতিমধ্যেই এশিয়া-ইউরোপ সম্পর্কে তাঁর এই ভৌগলিক জ্ঞান নিয়ে বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-রাজৌরির প্রথম মহিলা হিসেবে এইমসে ডাক্তারী পড়ার সুযোগ পেলেন ইরমিম!

 

Previous articleলাফিয়ে বাড়ছে সোনার দাম, এবার বৃদ্ধি রেকর্ড ব্রেকিং!
Next articleবনগাঁ পুরসভায় ফের অনাস্থা প্রস্তাবে ভোট করার নির্দেশ হাইকোর্টের