বঙ্গ-বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে গরহাজির থাকা 16 জনকে শো-কজ করছে রাজ্য নেতৃত্ব। বৈঠকে অনুপস্থিত থাকা নেতাদের মধ্যে আছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, শোভন চট্টোপাধ্যায় প্রমুখ। দলীয় সূত্রে খবর, মুকুল,কৈলাস থাকতে না পারার কথা আগে জানালেও বাকিরা জানাননি।
ওদিকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁকে এবং শোভন চট্টোপাধ্যায়কে এই বৈঠকে ডাকাই হয়নি।
