নজরে খাগড়াগড় বিস্ফোরণ মামলার সাজা ঘোষণা

বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে যে দুই মহিলা-সহ 19 জন জঙ্গি গত সপ্তাহে আদালতে দোষ স্বীকার করার জন্য দরখাস্ত করেছিল, সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। কলকাতা নগর দায়রা কোর্টের মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল ওই আবেদন মঞ্জুর করেন।

আজ, বুধবার তাদের দোষী সাব্যস্ত করার দিন ধার্য করেছেন তিনি। আইনজীবীদের একাংশের বক্তব্য, এই ধরনের ‘হাইপ্রোফাইল’ মামলায় বিচার চলাকালে একসঙ্গে এত সংখ্যক অভিযুক্তের কোর্টে দোষ স্বীকার নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা।

আরও পড়ুন – গণপিটুনি রুখতে কড়া ব্যবস্থা রাজ্যের, আসছে নয়া বিল