নিজের ভ্যাটিকানেই লিফটের মধ্যে টানা 25 মিনিট আটকে রইলেন খোদ পোপ ফ্রান্সিস।
রবিবার ভাটিক্যানে লিফটের মধ্যে আটকে পড়েন পোপ। বৈদ্যুতিক গোলযোগের কারণেই নাকি বন্ধ হয়ে যায় লিফট। এদিন সকালে সেন্ট পিটার্স স্কোয়ারে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। আর সেখানে যাওয়ার সময়ই এই বিপত্তি। শেষপর্যন্ত তাঁকে এসে উদ্ধার করেন দমকল কর্মীরা। সেন্ট পিটার্স স্কোয়ারে পৌঁছালেও ভাষণ শুরু করেন দেরিতে। উপস্থিত জনতাকে তিনি দেরি হওয়ার কারন জানান। পোপ ফ্রান্সিস বলেন, আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফটে আটকে পড়েছিলাম। দমকল বাহিনী গিয়ে আমাকে উদ্ধার করেছে। আমাকে রক্ষা করার জন্য দমকলকে ধন্যবাদ দিন।
