শান্তির মহামিছিল বামেদের

সাম্রাজ্যবাদবিরোধী মহামিছিলে ভাসল কলকাতা। আন্তর্জাতিক শান্তি, সংহতি ও যুদ্ধবিরোধী দিবস হিসাবে সেপ্টেম্বরের প্রথম দিনটিতে গান, শ্লোগান, কবিতায় মিছিল করল বামফ্রন্ট ও সহযোগী ধর্মনিরপেক্ষ দলগুলি। 1939 সালের 1সেপ্টেম্বর হিটলারের জার্মানি বোমাবর্ষণ করে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে। এরপরই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের জিগির আর সাম্রাজ্যবাদের বিপদ আজও শেষ হয়নি বিশ্বে। কলকাতার শান্তিমিছিল আবার তা মনে করালো।

Previous articleবিজেপির মত দেখতে, কিন্তু বিজেপি নয়
Next articleলিফটে 25 মিনিট আটকে পোপ, বাঁচলেন দমকল আসায়