বিজেপির মত দেখতে, কিন্তু বিজেপি নয়

আমরা যারা বঙ্গবিজেপির একদম সাধারণ কর্মী-সমর্থক, আমাদের কিন্তু একটা সৎ স্বচ্ছ ভাবমূর্তি আছে। রাজ্যের গত ৭২ বছরের ইতিহাসে আজ পর্যন্ত আমরা ক্ষমতার মুখ দেখিনি এবং হাজার প্রলোভন স্বত্বেও কোনো অন্য মতাদর্শের হাত ধরে শাসকের ঘনিষ্ঠ হয়ে নির্ঝঞ্ঝাটে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টাও করিনি। রাজনীতিতে জার্সি বদল খুব সহজ, যে যখন ক্ষমতায় তার আবির মুখে মেখে নিলেই অক্লেশে ক্ষমতার সুফল ভোগ করা যায়। যদি ঘুষ নাও খান, পুলিশ ডেকে ডেকে বিরক্ত করবে না, কোনো গুন্ডা এসে শাসাবে না, কর্পোরেশন আপনার বাড়ির ফেরুল বাড়িয়ে দেবে, পাড়ার ক্লাব প্রেসিডেন্ট করবে, বিস্তর লোকে তেলটেল মারবে, ছোটখাট বেআইনি কাজ আটকাবে না, দালালির দুপাইস কামাই হবে, সে বিস্তর সুবিধা মশাই। আমরা তো এসব কোনো সুযোগই নিইনি, কেবলমাত্র শাসকের জনবিরোধী নীতির বিরোধিতা করে ধমকি, হেনস্থা, মার, জলকামান আর টিয়ারগ্যাস ছাড়া এতগুলো বছর আর কিছুই জোটেনি। কারণ একটাই, যে মতবাদে বিশ্বাস করি, মনেপ্রাণে চাই তা আমার রাজ্য-পরিচালনার মূল প্রাণশক্তি হোক, তাতে ব্যক্তিগতভাবে কে কি পেলাম না পেলাম তাতে কিচ্ছু আসে যায় না। আমাদেরই জামা পড়া কিছু লোক আপস করছে, ব্যক্তিস্বার্থে দলের ক্ষতি করছে, আমরা দেখেছি, কিন্তু টলিনি। এটা শুধু আমার কথা নয়, আমার মতন ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ সাধারণ কর্মী-সমর্থকদের মনের কথা। তাই আমরাই অকৃত্রিম বিজেপি, আমারাই বিজেপির একমাত্র পোস্টার বয়। বাকি সব হয়তো বিজেপির মতো দেখতে, কিন্তু বিজেপি নয়।

Previous articleবুদ্ধবাবুকে ইলিশ পাঠালেন কে এবং কেন?
Next articleশান্তির মহামিছিল বামেদের