NRC ইস্যুতে মুখ খুললেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। গোটা প্রক্রিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। প্রশান্ত কিশোরের মতে, NRC আসলে রাজনৈতিক দেখনদারি।

এই প্রসঙ্গে বিজেপির উদ্দেশ্যে তোপ দেগে পিকে বলেন, ‘NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর লাখ লাখ মানুষ নিজেদের দেশেই দেশহীন হয়ে পড়েছেন। এমনই হয় যখন, রাজনৈতিক দেখনদারিকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল সমস্যার সমাধান হিসেবে তুলে ধরার চেষ্টা হয়। কোনও রণকৌশল ছাড়া এবং পদ্ধতি না মেনে রাজনৈতিক উদ্দেশ্যে পদক্ষেপ করলে সাধারণ মানুষকে তাঁর চরম মূল্য এভাবেই দিতে হবে।’ এভাবেই মোদি সরকারকে তুলোধনা করেন পিকে।
