বউবাজার বিপর্যয়: মেয়ের বিয়ের কেনাকাটা এখন ধ্বংসস্তূপ মাত্র

বাড়ি ভেঙে যেন মাথায় পড়ল বাজ শীল পরিবারের। মঙ্গলবার বড়বাজারের 13এ দুর্গা পিতুরি লেন তিনতলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ মাত্র।

শীল পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িরই মেয়ে তৃষা শীলের বিয়ে স্থির হয়ে রয়েছে আগামি 22 জানুয়ারি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এমএমের ছাত্রী তৃষা। 8 মাস পর বিয়ে। বিয়ের প্রস্তুতির আনন্দে মাতোয়ারা ছিল পুরো পরিবার। কিন্তু রবিবার বিকেল থেকে সব যেন এক লহমায় নিভে গেল।

তৃষার মা সোনালি শীল বলেন, ‘আগামী 22 জানুয়ারি মেয়ে তৃষার বিয়ে স্থির হয়েছিল। পাত্র উত্তর কলকাতার রামমন্দিরের বাসিন্দা কৌস্তভ। বিয়ের কেনাকাটাও সব হয়ে গিয়েছে। বিয়ের শাড়ি, ধুতি, প্রণামী বাবদ প্রায় সাড়ে 10 লাখ টাকা। কেনাকাটা হয়েছে। যার সবটাই রয়েছে 13এ দুর্গা পিতুরি লেনের বাড়িতে। বাড়ির আলমারি মধ্যে রয়েছে বিয়ের সব গয়না। প্রায় 12 লাখ টাকার গয়না রয়েছে আলমারিতে। কোনওভাবে একটু বাড়িতে ঢুকে সেই জিনিসগুলো নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন তাঁরা।’

আরও পড়ুন-হাইকোর্টের নির্দেশে আপাতত বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, আর কী জানালো আদালত?

 

Previous articleহাইকোর্টের নির্দেশে আপাতত বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ, আর কী জানালো আদালত?
Next articleব্যারাকপুর-কাণ্ড নিয়ে রাজ্যপাল এবার তলব করলেন ডিজিকে