ব্যারাকপুর-কাণ্ড নিয়ে রাজ্যপাল এবার তলব করলেন ডিজিকে

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ওপর আক্রমন এবং ব্যারাকপুরের হিংসা নিয়ে কথা বলার জন্য রাজ্য পুলিশের DGP বীরেন্দ্রকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপালের নির্দেশ পেয়ে এদিন বেলা 1টা নাগাদ বীরেন্দ্র রাজভবনে যান। প্রায় এক ঘণ্টা রাজ্যপাল কথা বলেন DGP-র সঙ্গে। জানা গিয়েছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাম্প্রতিক হিংসা নিয়ে দু’জনের কথা হয়েছে। DGP-র সঙ্গে বৈঠকের পর ব্যারাকপুর সংক্রান্ত রিপোর্ট রাজ্যপালের মাধ্যমে দিল্লি যাবে বলেই নিশ্চিত নবান্ন।

পাশাপাশি, রাজ্যের বিভিন্ন এলাকায় মাথাচাড়া দেওয়া রাজনৈতিক অশান্তি নিয়েও রাজ্যপাল প্রশ্ন করেন DGP-কে। প্রসঙ্গত, আহত সাংসদকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন-অর্জুনকে ইঁট মারল কে, দেখুন চাঞ্চল্যকর ভিডিও

Previous articleবউবাজার বিপর্যয়: মেয়ের বিয়ের কেনাকাটা এখন ধ্বংসস্তূপ মাত্র
Next articleবিজেপিরও কি আত্মসম্মান নেই, নাকি দলবদলু ছাড়া চলার যোগ্যতা নেই?